RG Kar Issue: কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে রাতদখল জুনিয়র ডাক্তারদের
RG Kar Protest: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। মিছিল শেষে রাতভর ধর্না অবস্থানের ডাক দেন উদ্য়োক্তারা

Background
কলকাতা: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। মিছিল শেষে রাতভর ধর্না অবস্থানের ডাক দেন উদ্য়োক্তারা। তাতে সামিল স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কলকাতা জুড়ে হল প্রতিবাদ-মিছিল। বিচার চেয়ে পথে নামলেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। সোনারপুরে প্রতিবাদ জানান একাধিক ক্লাবের সদস্য়রা।
আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনা, সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় তুলেছে। প্রতিবাদস্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি। প্রতিবাদের ঝড় উঠেছে সব মহলেই। যোগ দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। এবার এই আবহে সরকারি কর্মীদের নিশানা করলেন উত্তরপাড়ায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এদিন কোন্নগরের তৃণমূল আয়োজিত ধর্নামঞ্চ থেকে কাঞ্চন মল্লিক বলেন, 'অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো ?'। যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের তরফে বলা হয়, 'নিজেই হাসির খোরাক হচ্ছেন কাঞ্চন মল্লিক। সরকার তো আন্দোলনকে বেআইনি ঘোষণা করেনি, কাঞ্চন মল্লিকের কি যোগ্যতা আছে এই প্রশ্ন তোলার'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
RG Kar Live Blog: রাতেই নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ-সহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা
রাতেই নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ-সহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা। বিআর সিংহ হাসপাতাল থেকে এলেন চিকিৎসক।
RG Kar Live Blog: রাতেই নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ-সহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা
রাতেই নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ-সহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা। বিআর সিংহ হাসপাতাল থেকে এলেন চিকিৎসক।






















