(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News: 'এক সময়ের বন্ধু' কাঞ্চন মল্লিককে 'ত্যাগ' করলেন সুদীপ্তা চক্রবর্তী, বিস্ফোরক পোস্টে লিখলেন...
Sudipta-Kanchan: শনিবার কোন্নগরে তৃণমূল আয়োজিত ধর্নামঞ্চ থেকে কাঞ্চন মল্লিক মন্তব্য করেন কর্মবিরতিতে থাকা 'সরকারি কর্মী'রা বেতন বোনাস নেবেন কি না। পুজো অনুদান ফিরিয়ে দেওয়া নিয়েও মন্তব্য করেন।
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা (RG Kar News) নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বাংলাজুড়ে মুহুর্মূহু উঠছে প্রতিবাদের আওয়াজ (RG Kar Protest)। সমাজের সকল স্তরের মানুষই প্রায় অংশ নিয়েছেন এই প্রতিবাদে, তাঁদের নিজেদের মতো করে। এই আবহেই নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে একাধিক পুজো কমিটি ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকারের তরফে দেওয়া পুজোর অনুদান। যা নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের একাংশ (TMC)। সরকারি কর্মীদের নিশানা করলেন তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), যাঁর মন্তব্যের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী ও কাঞ্চনের সতীর্থ সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?
কাঞ্চন মল্লিককে 'ত্যাগ' করলেন সুদীপ্তা, কেন?
আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলনের ঝড় উঠেছে সেখানে একাধিক বিশিষ্টদের অন্যতম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনয় জগতের সতীর্থ এবং তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিককে ট্যাগ করে অভিনেত্রী লেখেন, 'মাননীয় বিধায়ক শ্রী কাঞ্চন মল্লিক, এটা আপনি কী বললেন? কর্মবিরতিতে থাকা ডাক্তাররা সরকারি চাকরি করেন বলে তাঁদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবীর মাইনে নেওয়া যাবে না? বিচারের দাবিতে মিছিলে গেছেন বলে তাঁদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে খিল্লি করে বলবেন 'বোনাস টোনাস যে হয়, সেটা নেবেন তো, না নেবেন না?' 'চাকরি' শব্দটা তো আপনি আক্ষরিক অর্থে নিয়ে নিয়েছেন মশাই! সরকারি হাসপাতালের সরকারি কর্মচারী নৃশংসভাবে ধর্ষিত ও খুন হয়ে যাওয়া তিলোত্তমার মা বাবাকে 'মেয়ে আত্মহত্যা করেছে' বলল কেন - এই প্রশ্ন করার আগে সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়ে দিতে হবে? না, মানে, বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারেন। কিন্তু সেটাই পূর্ব শর্ত নাকি? দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে এই নির্লজ্জ কমেডি করার আগে একবারও ভাবলেন না? আপনার কমেডি অভিনয়ই কিন্তু মানুষের মনে একদিন আপনার পাকাপাকি স্থান দিয়েছিল। আমিও তার ফ্যান। কিন্তু আজ যেটা করলেন, ওটা কমেডিও হয়নি, অভিনয়ও হয়নি। ওটা কিছুই হয়নি। আপনার শুভ বুদ্ধির উদয় হোক শিগগিরই, এই কামনা করি। এই সরকারি পুরস্কার অনুষ্ঠানগুলোয় আমার বহু বছর যাওয়া হয়ে ওঠে না। আচ্ছা, ওখানে পুরস্কার দেবার আগে কি এইগুলো বলে দেওয়া হয়? মানে পুরস্কার পাওয়ার পরের Do's and Don'ts গুলো কী ও কয় প্রকার? না, মানে জানতে চাইছি আর কী।' (অপরিবর্তিত)
ছবি সুদীপ্তা চক্রবর্তীর ফেসবুক থেকে
চোখা আক্রমণের পর এখানেই শেষ নয়। এরপর সুদীপ্তা আরও একটি পোস্ট করেন কাঞ্চনকে নিয়েই। ছোট এবং তীক্ষ্ণ। লেখেন, 'এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।' এরপর স্টেটাসের শেষে উল্লেখ করেন, 'কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়তো, যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম। তুই যেহেতু নিউজ মিডিয়াকে বললি, আমিও তাই সোশ্যাল মিডিয়াতেই লিখলাম'।
ছবি সুদীপ্তা চক্রবর্তীর ফেসবুক থেকে
আরও পড়ুন: RG Kar Protest: নাগরিক ধর্নামঞ্চে 'অভব্য আচরণ', 'শ্লীলতাহানি'র মামলায় গ্রেফতার টালিগঞ্জের ওই যুবক
ঠিক কী বলেছেন কাঞ্চন মল্লিক?
শনিবার কোন্নগরে তৃণমূল আয়োজিত ধর্নামঞ্চ থেকে কাঞ্চন মল্লিক বলেন, 'অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো ?' যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের তরফে বলা হয়, 'নিজেই হাসির খোরাক হচ্ছেন কাঞ্চন মল্লিক। সরকার তো আন্দোলনকে বেআইনি ঘোষণা করেনি, কাঞ্চন মল্লিকের কি যোগ্যতা আছে এই প্রশ্ন তোলার'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।