Suvendu Adhikari: শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ, কাঁথি থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari House Chaos: অভিযোগে উল্লেখ, বাড়িতে শুভেন্দুর অসুস্থ ও বৃদ্ধ মা-বাবা রয়েছেন। সেখানে বাড়ির সামনে এ ধরনের গন্ডগোলে তাঁরা আরও অসুস্থ বোধ করছেন বলে শুভেন্দুর অভিযোগ।
ঋত্বিক প্রধান, কাঁথি: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাঁথির বাড়ির সামনে গেট ওয়েল সুন কার্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ। কাঁথি থানায় (Contai Police Station) ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শুভেন্দুর আইনজীবী। অভিযোগে উল্লেখ, বাড়িতে শুভেন্দুর অসুস্থ ও বৃদ্ধ মা-বাবা রয়েছেন। সেখানে বাড়ির সামনে এ ধরনের গন্ডগোলে তাঁরা আরও অসুস্থ বোধ করছেন বলে শুভেন্দুর অভিযোগ। এই মর্মেই তৃণমূল ছাত্র পরিষদের ১৮ জন সদস্যের নামে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গন্ডগোল হয়নি, দাবি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলি খানের। শুভেন্দুর অভিযোগপত্রে নাম রয়েছে আবেদের।
গেট ওয়েল সুন কার্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ: ‘শান্তিকুঞ্জ’র কাছেই অশান্তি। মুখোমুখি পুলিশ ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে, তাঁকে ফুল ও শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে সোমবার এভাবেই উত্তেজনা ছড়াল কাঁথিতে। রবিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাজ বেঙ্গলের অনুষ্ঠানকে কটাক্ষ করে ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা হিসাবে বিরোধী দলনেতাকে ফুল, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পাঠানোর কথা ঘোষণা করেন কুণাল ঘোষ। এই কর্মসূচি অনুযায়ী সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দু অধিকারীর কাঁথির ঠিকানায় ফুল ও গ্রিটিংস কার্ড পাঠানো হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় কাঁথির বাড়ি থেকে বেরিয়ে যান শুভেন্দু। কিছুক্ষণ পরই, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে অধিকারী পরিবারের বাড়ি ‘শান্তিকুঞ্জ’র কাছে পৌঁছে যান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কার্ডে গোলাপ ফুলের ছবির সঙ্গে লেখা ছিল GET WELL SOON। কিন্তু, TMCP-র সদস্যদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন কয়েকজন। এক ঘণ্টা পর, পুলিশই তাঁদের কাছ থেকে গ্রিটিংস কার্ড নেয়, শুভেন্দু অধিকারীকে পৌঁছে দেওয়ার জন্য। এদিকে কলকাতা থেকেও, যুব তৃণমূলের তরফ থেকে GET WELL SOON কার্ড পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। কী অভিসন্ধি নিয়ে জমায়েত? এই প্রশ্ন তুলে মামলা।তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়া ও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ শুভেন্দু অধিকারীর। CRPF-কে মামলায় পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামীকাল দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন: Mamata Banerjee: ঘর-কল, কিচ্ছু পাইনি, কবে পাব! আদিবাসীদের প্রশ্নে মমতা বললেন, ‘রোজ ঝগড়া করছি’