TMC : চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ভাইরাল অডিও ঘিরে শোরগোল
Purba Bardhaman News : পুলিশ সূত্রে দাবি, এ’বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
রাণা দাস, পূর্ব বর্ধমান : চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। ভাইরাল অডিও ঘিরে পূর্ব বর্ধমানের ( Purba Badhaman) দাঁইহাটে শোরগোল। কাঠগড়ায় তৃণমূল (TMC) পরিচালিত পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল। পাল্টা, চক্রান্তের অভিযোগ করেছেন দাঁইহাটের চেয়ারম্যান।
ভাইরাল অডিও ঘিরে শোরগোল
টাকা নিয়ে চাকরি বিক্রির অভিযোগে যখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে। সেই সময় চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও, পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। যেখানে পুরুষকণ্ঠের এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে কুপ্রস্তাব দিতে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, কথোপকথনে ওই ব্যক্তিকে দাঁইহাটের চেয়ারম্যান বলে সম্বোধন করতেও শোনা যাচ্ছে অডিও ক্লিপে থাকা মহিলাকণ্ঠকে।
ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে পুরুষকণ্ঠ বলছে, 'কত টাকা লাগবে, ২০ হাজার টাকা দিয়ে আসব।' মহিলাকণ্ঠটিকে যারপর বলতে শোনা গিয়েছে, 'কাকু একটু কথাটা শুনুন না। কাকু আপনি তো দাঁইহাটের চেয়ারম্যান, আপনার অনেক ক্ষমতা আছে।' পাল্টা 'ওসব লাগবে না' শুনে ফের মহিলাকণ্ঠটিকে বলতে শোনা যাচ্ছে, 'আমার চাকরিটা একটু করে দিন কাকু, আমার কোনও টাকা-পয়সা লাগবে না।' যার পরই পুরুষকণ্টটিকে বলতে শোনা যাচ্ছে, 'আরে করে দেব, আমাকে আগে খুশি করে দে, সব কিছু দিয়ে দেব তোকে।' প্রসঙ্গত, ভাইরাল অডিও ক্লিপটির সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।
পুলিশ সূত্রে দাবি, এ’বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
রাজনৈতিক চক্রান্তের অভিযোগ
‘রাজনৈতিক চক্রান্ত’ বলে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান। শিশির মণ্ডল বলেছেন, 'ওটাকে সুন্দর পার্ট-পার্ট করে সাজানো হয়েছে, যে জায়গায় অশ্লীল কথা বলা হয়েছে, সেই গলা আমার নয়। এডিট করা হয়েছে। এডিট করে বসানো হয়েছে। রাজনৈতিক চক্রান্ত। আমার মোবাইল হ্যাক করে নিয়ে সাজানো হয়েছে। নিজের কারও সঙ্গে ভিডিও কল করছিলাম, সেটা নিয়ে এটা করেছে। ওই গলাটাই আমার নয়।'
গোটা বিষয়ে খোঁচা দিয়ে দাঁইহাটের সিপিএম নেতা অনিন্দ্য মণ্ডল বলেছেন, 'এর আগে একাধিক ঘটনা কানে এসেছে, এবার প্রমাণ পেলাম। গলা ও নম্বর সব ওরই। দাঁইহাটের কোণায় কোণায় একথা শোনা যায়। অপা সিন্ডিকেটের উদাহরণ সামনে এসেছে, এটা তারই উদাহরণ।' পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'খুব জঘন্য কাজ। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো, শিশির মণ্ডলকেও জানাব। দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই কাজ যদি হয়ে থাকে, দলীয় নেতৃত্ব কঠোর ব্যবস্থা নেবে।'
আরও পড়ুন- বিরোধীরা একযোগে ‘ভুয়ো ভোটারে’র অভিযোগে সরব, চক্রান্ত করে নাম বাদের চেষ্টা, খোঁচা তৃণমূলের