Purba Bardhaman News: ‘সধবা হয়ে নোয়া খুলব কেন’? SSC পরীক্ষা না দিয়ে ফিরে গেলেন তরুণী, জানালেন, সবে বিয়ে হয়েছে
SSC Exam 2025: পূর্ব বর্ধমানের কালনা থেকে এই ঘটনা সামনে এল।

রাণা দাস, পূর্ব বর্ধমান: দীর্ঘ টানাপোড়েনের পর ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা হল রাজ্যে। আগের সপ্তাহে নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। আজ, রবিবার পরীক্ষা হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের। কিন্তু সেই পরীক্ষা দিতে এসেও পরীক্ষাকেন্দ্র থেকে ফিরে গেলেন এক তরুণী। হাতের নোয়া খুলে পরীক্ষা হলে ঢুকতে হবে বলা হয়েছিল। সদ্য বিবাহিত ওই তরুণী হাতের নোয়া খুলতে রাজি হলেন না। বরং পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে গেলেন। (Purba Bardhaman News)
পূর্ব বর্ধমানের কালনা থেকে এই ঘটনা সামনে এল। কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে SSC-র একাদশ-জ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে আজ। সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯৭। তার জন্য নিরাপত্তায়ও কোনও খামতি রাখা হয়নি। গ্যাজেটসের পাশাপাশি, কোনও রকম ধাতব জিনিস নিয়ে পরীক্ষা দিতে বসা যাবে না বলে জানানো হয়েছিল। বিবাহিত মেয়েদের হাতের নোয়া-বালা খুলেই তাই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হয়। (SSC Exam 2025)
কিন্তু এই নোয়া খোলায় তীব্র আপত্তি জানান দুই পরীক্ষার্থী। জানান, সধবা হয়ে হাতের নোয়া খুলবেন না। সেই নিয়ে কথা কাটাকাটিও হয়। শেষ পর্যন্ত একজন হাতের নোয়া খুলেই পরীক্ষা দিতে ঢুকে যান। কিন্তু অন্য জন কিছুতেই নোয়া খুলতে রাজি হননি। শেষ পর্যন্ত পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যান তিনি। গোটা ঘটনায় হকচকিয়ে যান সকলেই। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ওই তরুণী।
নোয়া খুলতে আপত্তি কোথায়, জানতে চাওয়া হয় ওই তরুণীর কাছে। তিনি বলেন, “নতুন বিয়ে হয়েছে। হাতের নোয়া খুলব না। সধবা মেয়ে আমি। হাতের নোয়া কেন খুলব? এতে পরীক্ষা না দিতে হয়, দেব না।” তিনি আরও বলেন, "নতুন যাঁরা বিবাহিত, তাঁদের যদি বলেন লোহা খুলতে...অসম্ভব ব্যাপার। আমাকে লোহা খুলতে বলেছেন। আমি বলেছি, খুলব না। বেরিয়ে চলে এসেছি।" স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যদিও জানিয়েছেন, এমন কোনও অভিযোগ তাঁদের কাছে আসেনি।
নোয়া-বালা খোলা নিয়ে অনেকেই আপত্তি জানান। যদিও স্কুল কর্তৃপক্ষ জানান, শুধু নোয়া খুলতে বলা হয়েছিল, ধাতব বলে। শাঁখা-পলা খুলতে বলা হয়নি কাউকে। আগের পরীক্ষায় কিছু খুলতে বলা না হলেও, আজ কেন নোয়া খুলতে বলা হচ্ছে, প্রশ্ন তোলেন অনেকেই। যদিও শেষ পর্যন্ত নোয়া খুলেই পরীক্ষা দিতে যান তাঁরা।






















