East Burdwan : নিজেই গাড়ি চালিয়ে সপরিবারে কাটোয়ায় মামার বাড়ি এলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Bangladesh Minister Shahriar Alam : স্থলবন্দর দিয়ে নিজে গাড়ি চালিয়ে ভারতে এসে পশ্চিমবঙ্গের পরিবহণ পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি...
রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : বাংলাদেশ রাজশাহী থেকে পূর্ব বর্ধমানের কাটোয়ার দূরত্ব প্রায় চারশো কিলোমিটার। মাঝে রয়েছে দুই দেশের সীমানা। সেই সীমানা পেরিয়ে নিজেই গাড়ি চালিয়ে নিজের মামার বাড়ি এলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্থলবন্দর দিয়ে নিজে গাড়ি চালিয়ে ভারতে এসে পশ্চিমবঙ্গের পরিবহণ পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, আমি নিজে এদেশে প্রায় বাইশ ঘণ্টা গাড়ি চালিয়ে দেখলাম পরিবহণের শৃঙ্খলা খুব ভাল। দুর্ঘটনা কম হয় এখানে। বাংলাদেশেও দুর্ঘটনা কমাতে এই ব্যবস্থা নেওয়া যেতে পারে।
দুই দেশের নাগরিকদের মধ্যে উন্নত ও স্বাভাবিক যোগাযোগ বৃদ্ধি করতে "মোটর ভেহিক্যালস চুক্তিতে" স্বাক্ষর করতে চলেছে বাংলাদেশ। গত সার্ক সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে খুব শীঘ্রই এই ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মোটর ভেহিক্যালস চুক্তির খসড়া তৈরির কাজ শেষ বলেও জানান তিনি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার করজগ্রামে মন্ত্রী তাঁর মামার বাড়িতে এসে সাংবাদিকদের একথা বলেন।
নিকট আত্মীয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে বাবা-মা ও বোনকে সঙ্গে করে মন্ত্রী শাহরিয়ার আলম করজগ্রামে এসেছিলেন । বুধবার মন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী থেকে নিজে গাড়ি চালিয়ে মালদা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ঢোকেন। সেখান থেকে চলে আসেন কাটোয়া।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের যাতায়াতের জন্য ১৯৬৫ সালের পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশ সরকার। কিছুদিনের মধ্যেই দুই দেশের নাগরিকরা যাতে নিজস্ব পরিবহণে অতি সহজে যাতায়াত করতে পারেন সেজন্য চুক্তি স্বাক্ষর হবে।
প্রসঙ্গত, ভারত (India) বাংলাদেশকে (Bangladesh) আগামী পাঁচ বছর ২০ শতাংশ অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করবে। এই মর্মে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি আগামী পাঁচ বছরের জন্য পুনর্নবীকরণ (renewed the contract) করা হয়েছে। সম্প্রতি পদস্থ সরকারি আধিকারিকরা এ কথা জানিয়েছেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড (Tripura State Electricity Corporation Limited -TSECL) বাংলাদেশকে ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। আগে এই সরবরাহ ছিল ১৬০ মেগাওয়াট। পুনর্নবীকৃত চুক্তি অনুসারে, এই সরবরাহ আগের তুলনায় ২০ শতাংশ বেশি।