Burdwan News: বেআইনি অর্থলগ্নি সংস্থা থেকে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে জেলে বর্ধমানের পুর প্রশাসক, পদে রদবদল
বেআইনি অর্থলগ্নি সংস্থা বর্ধমান সান্মার্গ ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে, সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার বর্ধমানের পুর প্রশাসক ও তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: চিটফান্ড মামলায় জেলে রয়েছেন পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। বর্ধমানের (Burdwan) নতুন পুর প্রশাসক হলেন মমতাজ সংঘমিতা। দ্রুত প্রশাসকের দায়িত্ব নেবেন বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ। আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।
পুরভোটের (Municipality Vote) আগে বর্ধমান পুরসভার (Burdwan Municipality) প্রশাসক পদে রদবদল। নতুন প্রশাসক হলেন মমতাজ সঙ্ঘমিতা। বেআইনি অর্থলগ্নি সংস্থা বর্ধমান সান্মার্গ ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে, সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার বর্ধমানের পুর প্রশাসক ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই।
এরপরই মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ (TMC MLA) মমতাজ সঙ্ঘমিতাকে পুর প্রশাসক নিয়োগ করা হল। বর্তমানে (Burdawn) তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের পদে রয়েছেন।
বর্ধমানের তৃণমূল নেত্রী ও পুর প্রশাসক মমতাজ সঙ্ঘমিতা জানিয়েছেন, কদিনের মধ্যে দায়িত্ব নেব। পানীয় জল, আলো, রাস্তার উন্নয়নে জোর দেব। নতুন পুর প্রশাসক নিয়ে সরগরম বর্ধমানের (Burdawn) রাজনীতি।
বর্ধমান (Burdawn) সদর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক শ্যামল রায়ের কথায়, আমরা আগেই দাবি করেছিলাম সরকারি আধিকারিক দায়িত্ব দেওয়া হোক। যাতে নিরপেক্ষ থাকে। সাংসদ থাকাকালীন তাঁকে দেখা যায়নি। শহরের বাসিন্দা নয় এমন একজনকে প্রশাসক করা হল।
পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, যোগ্য ব্যক্তি চিকিৎসক মানুষ তাঁকেও দল দায়িত্ব দিয়েছে। সাংসদ থাকাকালবীন বহু কাজ করেছেন। মানুষ তাকে চেনে জানে । বর্তমানের বিজেপির সাংসদকে তো দেখা যায় না।
বর্ধমানের নতুন প্রশাসক মমতাজ সঙ্ঘমিতা বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ ছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার কাছে পরাজিত হন তিনি।
আরও পড়ুন: মহাসচিবের নিদান, বিরিয়ানি-খাসির মাংস ছেড়ে চিঁড়ে-কলায় আহার সারছেন তৃণমূল প্রার্থী