East Bardhaman News : কার কাছে থাকবে ছেলে? কাটোয়া আদালতেই বেনজির টানাটানি বাবা-মায়ের !
East Bardhaman Katwa Court: পূর্ব বর্ধমানে অবাক করা ঘটনা...

রানা দাস,পূর্ব বর্ধমান: কার কাছে থাকবে ছেলে? কাটোয়া আদালতেই বেনজির টানাটানি বাবা-মায়ের। টানাহেঁচড়ার মধ্যেই ৮ বছরের সন্তানকে নিয়ে গেলেন মায়ের আত্মীয়।
আরও পড়ুন, সরেজমিনে রাস্তার হাল দেখতে গিয়ে, প্রশ্নের মুখে মেয়র ! 'পুজো এলে রাস্তা সারান, তারপরে যেই কে সেই..'
এক দম্পতি তাঁরা পারিবারিক কারণে আলাদা থাকছিল। এবং মায়ের যেটা অভিযোগ, তাঁর ৮ বছরের যে সন্তান, তাঁকে তার বাবা আটকে রেখেছে। এই নিয়ে মহাকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করে। এবং যে সাব ডিভিসন ম্যাজিস্ট্রেট কোর্ট, সেখানে দুপক্ষকে রেখেই আজকে শুনানি হচ্ছিল। কোর্টের ভাষায়, এই কেসটি মহাকুমা শাসক ড্রপ করে দেয়। অর্থাৎ কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না। এরপরেই মা-বাবা বাইরে বেরিয়ে, কার কাছে থাকবে সন্তান, এনিয়ে টানাহেঁচড়া শুরু করে। মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। এবং একটা সময় দেখা যায়, সন্তান চুপচাপ একা দাঁড়িয়ে আছে। দেখছে সব। সে বলেছে, মা-বাবার সঙ্গে একসঙ্গে থাকতে চায়।'
শিশুর বাবা আজিজুর রহমান বলেন, ছেলে আমার কাছে আছে ৯ মাস। কোর্টের রায় ছিল যে ছেলে যার কাছে চাইবে তাঁরই হবে। ছেলে বলল আমি বাবার কাছে থাকব, মা খারাপ। জজ আমাকে বলেছে ছেলে আপনার। শিশুর মা আমিনা খাতুন বলেন, মারধর করে কেড়ে নিয়েছে। আজকে কোর্টে শিখিয়ে সে বাচ্চাটাকে কেড়ে নেওয়া করাল। মিথ্যে করে বলছে যে মা খারাপ। মা-বাবার এই লড়াই রীতিমতো আইনি দড়ি টানাটানির চেহারা নিয়েছে।
শিশুর বাবার আইনজীবী মহম্মদ সাদিক হোসেন বলেন, একটা আট বছরের বাচ্চা, তাঁর মা যদি অন্য একজনের সাথে চলে যায়, সেটা বাচ্চাটার ক্ষেত্রে কতখানি ধাক্কা দিতে পারে, সেটা বাচ্চাটার মানসিক অবস্থা থেকেই বোঝা যায়। ম্যাজিস্ট্রেট তাঁর একা ঘরে ডেকে বাচ্চাটার জবানবন্দি হয়, সেই জবানবন্দি শোনে, ম্যাজিস্ট্রেটের মনে হয়েছে যে না, বাচ্চা বাবার কাছেই ভাল থাকবে।
শিশুর মায়ের আইনজীবী শেখ পারভেজ আবদুল্লা বলেন, বাচ্চা কার কাছে থাকবে এইটা নিয়ে মামলা নয়। এই মামলা হচ্ছে আন্ডার সেকশন ১০০ অফ বিএনএসএস। এতে বলছে, কেউ কোনও ব্যক্তিকে যদি ভুলভাবে আটকে রাখে, সেটা এই এসডিএম কোর্টে বিচার হয়। আদালত আজকে মামলাটি ড্রপ করে দিয়েছেন। শুক্রবার আট বছরের ছেলেকে আদালত চত্বর থেকে নিয়ে যান তার মায়ের এক আত্মীয়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















