East Bardhaman News: আগে থেকেই দাঁড়িয়ে ছিল গাড়ি ? 'দুর্ঘটনায় মৃত্যু নয়, তৃণমূল কর্মীকে খুন ..', কাঠগড়ায় দলেরই ২৩ কর্মী !
East Bardhaman TMC Leader Murder Case : শাসকদলের কর্মী খুনের অভিযোগে ২৩ জন তৃণমূল নেতা কর্মীর নামে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের

রাণা দাস, পূর্ব বর্ধমান: তৃণমূল কর্মীর দুর্ঘটনায় মৃত্যু নয়, খুন করা হয়েছে, এমনই অভিযোগ করা হলো পরিবারের তরফ থেকে। তৃণমূলের জেলা সম্পাদক ,ব্লক যুব সভাপতি ,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ ২৩ জন তৃণমূল নেতা কর্মীর নামে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের।ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে হবে ঘটনাস্থল পরীক্ষা।
এই অভিযোগের পরেই মঙ্গলকোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। গাড়ির ধাক্কায় মৃত লালু শেখের পরিবারের তরফ থেকে ২৩ জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে পরিকল্পনাভাবে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগে তৃণমূলের অন্যতম জেলার সাধারণ সম্পাদক চন্দন সরকার ওরফে (শান্ত) আই এন টি ইউ সির ব্লক সভাপতি লালটু শেখ, ব্লকের যুব সভাপতি চৌধুরী বাসীর আহমেদ ও পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ রেজাউল মুন্সী গোপন বৈঠক করেছিল বলে জানানো হয়েছে, আর তারপরেই খুন হয় তৃণমূল কর্মী বলে অভিযোগ।অভিযোগ পত্রে বলা হয়েছে , একটি চারচাকা গাড়ি হঠাৎ দাঁড়িয়ে গেলে মোটরবাইকে আসা অঞ্চল সভাপতি মফিজুল শেখ ও তৃণমূল কর্মী লালু শেখদের ধাক্কা লাগে। এরপরে দুষ্কৃতীরা জঙ্গল থেকে বেরিয়ে তাঁদের ওপর আক্রমণ করে।
প্রসঙ্গত, সম্প্রতি মালদাতেও শাসকনেতার খুনে প্রবল উত্তেজনা ছড়িয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর, তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের উপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার। মালদায় তৃণমূলের দাপুটে নেতা ও জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায়, বিহারের বাসিন্দা আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহম্মদ আসরার বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। আর তাকে জেরা করেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য! নতুন বছরের শুরুতে মালদার মহানন্দা পল্লিতে দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। কিন্তু কী হত, যদি এই দুষ্কৃতীরা দুলাল সরকারকে খুন করতে না পারত?
আরও পড়ুন, শনি ও রবিবার বহু ট্রেন বাতিল এবার শিয়ালদা শাখায় ! পরিষেবা স্বাভাবিক হবে কখন ?
যদি কোনওরকমভাবে দুষ্কৃতীর হাত থেকে পালিয়ে যেতে পারতেন তিনি? পুলিশ সূত্রে দাবি, এখানেই প্ল্যান B রেডি ছিল ধৃত মহম্মদ আসরার। তদন্তকারীরা বলছেন, গোটা অপারেশন পর্বে ব্যাক আপ কিলারের ভূমিকায় ছিল মহম্মদ আসরার। দুষ্কৃতীরা যখন দুলাল সরকারকে তাড়া করে গুলি করছে, তখন আলাদা একটি বাইকে ছিল বছর বাইশের এই শার্প শ্যুটার।হামলাকারীরা ব্যর্থ হলে, আসরে নামত মহম্মদ আসরার। কারণ টোটোর শোরুমের বাইরে, রাস্তায় বাইক স্টার্ট করে দাঁড়িয়েছিল সে। তৃণমূলের জেলা সহ সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার হন দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি।






















