East Burdwan: রোগীদের কাছে ছিলেন ভগবান, করোনা কেড়ে নিল কালনার বিখ্যাত চিকিৎসককে
পাঁচ টাকার ডাক্তারবাবু বলেই বর্ধমান জেলার মানুষ তাকে চেনেন। করোনা আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক গৌরাঙ্গ বাবু।
![East Burdwan: রোগীদের কাছে ছিলেন ভগবান, করোনা কেড়ে নিল কালনার বিখ্যাত চিকিৎসককে east burdwan kalna doctor from kalna died due to corona virus East Burdwan: রোগীদের কাছে ছিলেন ভগবান, করোনা কেড়ে নিল কালনার বিখ্যাত চিকিৎসককে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/c98f8118286db356265b56c25a7e419d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রানা দাস, কালনা (পূর্ব বর্ধমান): কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন কালনার পাঁচ টাকার ডাক্তার বাবু। পাঁচ টাকা ভিজিট নিয়ে চেম্বারে রোগী দেখতেন কালনা পুরসভার সিপিএমের প্রাক্তন পুরপ্রধান চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। পাঁচ টাকার ডাক্তারবাবু বলেই বর্ধমান জেলার মানুষ তাকে চেনেন। করোনা আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক গৌরাঙ্গ বাবু।
প্রথমে তিন টাকা ভিজিট ছিল ডাক্তার বাবুর, পরে খুচরো পয়সার কারনে ভিজিট বেড়ে দাঁড়ায় পাঁচ টাকায়। চিকিৎসক গৌরাঙ্গ বাবুর বন্ধুরা ভিজিট বাড়ানোর কথা বললে, গৌরঙ্গ বাবু মজা করে বলতেন যেদিন পাঁচ টাকার কয়েন বা নোট উঠে যাবে সেই দিন তিনি ভিজিট বাড়াবার চিন্তা করবেন। করোনাকে ভয় না করে চুয়াত্তর বছরের গৌরাঙ্গ বাবু অসুস্থ হওয়ার আগের দিনও পাঁচ টাকায় রোগী দেখেছিলেন। তবে করোনার কাছে শেষ পর্যন্ত হার মানতে হল গৌরাঙ্গ বাবুকে।
কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পরে কালনা শহরে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন কালনা শহরের বাসিন্দা চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। চিকিৎসকের পাশাপাশি সিপিএম দলের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। আস্তে আস্তে গৌরাঙ্গ বাবু সিপিএমের জনপ্রিয় নেতা ও গরিবের চিকিৎসক বলে কালনা শহরে পরিচিত হতে শুরু করেন। ২০০০ থেকে ২০১০ দু'বারের জন্য কালনা পুরসভার পুরপিতা ছিলেন গৌরাঙ্গ বাবু। তবে শত ব্যস্ততার মধ্যেও রোগী দেখা কখনও বন্ধ করেননি পাঁচ টাকার ডাক্তার বাবু। বয়স হওয়ায়, করোনা আবহে অনেকেই গৌরাঙ্গ বাবুকে রোগী দেখা বন্ধ করতে বলেছিলেন। কিন্তু নিজের কর্তব্য থেকে পিছু হটেননি চুয়াত্তর বছরের গৌরাঙ্গ বাবু।
কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হন চিকিৎসক ও তার স্ত্রী। গৌরাঙ্গ বাবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন ধরে করোনার সাথে যুদ্ধ করে অবশেষে হার মানলো পাঁচ টাকার ডাক্তার বাবু। আর চেম্বারে রোগী দেখতে বসবেন না গৌরাঙ্গ বাবু। কিন্তু পাঁচ টাকা বারবার কালনার মানুষকে মনে করিয়ে দেবে "পাঁচ টাকার ডাক্তার" বাবুর কথা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)