East Burdwan: ট্রেন থেকে উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, ব্যাগ খুলতেই অবাক কাণ্ড
আপ সরাইঘাট এক্সপ্রেসের এসি ২ কামরার একটি সিটের নিচের পাওয়া যায় একটি পরিত্যক্ত ব্যাগ। ব্যাগের মধ্যে বোম থাকার আশঙ্কা করে মুহূর্তের মধ্যে সেখানে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : বৃহস্পতিবার বিকেলে আপ সরাইঘাট এক্সপ্রেস থেকে পাওয়া যায় একটি পরিত্যক্ত ব্যাগ। ট্রেনের সিটের নিচেই রাখা ছিল সেই ব্যাগটি। স্বাভাবিকভাবেই পরিত্যক্ত ব্যাগ ঘিরে তৎক্ষণাৎ শুরু হয়ে যায় বোমাতঙ্ক। পুলিশ কুকুর বিস্ফোরকের সংকেত দিতেই খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। দুর্ঘটনা এড়াতে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ব্যাগ খুলতেই অবাক বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। ব্যাগের মধ্যে বোমার পরিবর্তে রয়েছে রুটি ভর্তি টিফিন কৌটো আর সিআরপিএফ-র পোশাক এবং জুতো।
এমনই কাণ্ড ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। রেল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপ সরাইঘাট এক্সপ্রেসের এসি ২ কামরার একটি সিটের নিচের পাওয়া যায় একটি পরিত্যক্ত ব্যাগ। ব্যাগের মধ্যে বোম থাকার আশঙ্কা করে মুহূর্তের মধ্যে সেখানে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। এমন ঘটনা জানার পরই সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান পূর্ব বর্ধমান (Burdwan) জেলা পুলিশ সুপার কামনাশীস সেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়ানোর পরই পরিত্যক্ত এবং রহস্যজনক ব্যাগটি উদ্ধার করে রেল পুলিশ। ব্যাগটি উদ্ধার করে এক নম্বর প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করানো হয়। এরপরই বিস্ফোরকের সংকেত দেয় পুলিশ কুকুর। বোমা থাকার আশঙ্কা আরও গাঢ় হলে নড়েচড়ে বসে পুলিশ। খুব অল্প সময়ের মধ্যে জায়গাটিতে ঘিরে ফেলা হয়। যাতে কোনও যাত্রী সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার না হন। এমনকি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
সূত্রের খবর, এরপরই রেল পুলিশের পক্ষ থেকে বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়। খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারা ব্যাগটি স্ক্যান করে দেখতে পায় যে, ব্যাগের মধ্যে টিফিন কৌটো রয়েছে। আর কোনওরকম ঝুঁকি না নিয়ে স্পেশাল ট্রেনে করে তালিত স্টেশনে যান বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। সেখান থেকে গাড়িতে করে ব্যাগটি নিয়ে যাওয়া হয় ঝাড়ুলের ফাঁকা জায়গায়। এবার আসল অপারেশনে নামে বম্ব ডিলপোজাল স্কোয়াড। জানা গিয়েছে, বিস্ফোরণের মাধ্যমে ব্যাগ খুলে কার্যত হতবাক হয়ে যান তাঁরা। ব্যাগের মধ্যে বোমা কোথায়? ব্যাগের মধ্যে তো রয়েছে রুটি ভর্তি টিফিন কৌটো এবং সিআরপিএফ-র পোশাক এবং জুতো। কিন্তু কোথা থেকে ওই ব্যাগ এল ট্রেনের মধ্যে এবং ওই ব্যাগ কার, তা এখনও জানতে পারেনি পুলিশ। ব্যাগ কার, তার সন্ধান চালাচ্ছে তারা।