Purba Bardhaman News: প্রাণঘাতী বিরিয়ানি! পিকনিকে চিকেন বিরিয়ানি খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন BLRO অফিসের মুহুরি
District News: পুজোর ছুটির আগে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ BLRO অফিসে পিকনিক হয়। সূত্রের খবর, সেখানেই মহুরি সুমন্ত মল্লিক ও রেভিনিউ অফিসার কুন্তল মাঝি চিকেন বিরিয়ানি খান।

রানা দাস, পূর্ব বর্ধমান: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলে এসেছে। পুজোতে প্রিয় খাবার দাবারের তালিকায় একেবারে প্রথমের সারিতে যেসব খাবার থাকে, সেগুলির মধ্যে অন্যতম হল বিরিয়ানি। তবে এই বিরিয়ানিই কেড়ে নিল প্রাণ!
ঘটনাটি পূর্ব বর্ধমানের। অফিসের পিকনিকে গিয়েছিলেন সকলে মিলে। সেই অফিস পিকিনিকেই 'বিরিয়ানি খেয়ে মৃত' BLRO অফিসের মুহুরি। পুজোর ছুটির আগে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ BLRO অফিসে পিকনিক হয়। সূত্রের খবর, সেখানেই মহুরি সুমন্ত মল্লিক ও রেভিনিউ অফিসার কুন্তল মাঝি চিকেন বিরিয়ানি খান। তবে BLRO অফিস সূত্রে দাবি করা হয় ওই দুই ব্যক্তি বাদে বাকি স্টাফরা সকলে মটন বিরিয়ানি খান। এই বিরিয়ানি খেয়েই বিপত্তি।
পিকনিকে চিকেন বিরিয়ানি খেয়েই অসুস্থ হয়ে পড়েন মুহুরি ও রেভিনিউ অফিসার উভয়েই। রেভিনিউ অফিসার কুন্তল মাঝিকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহুরি সুমন্ত মল্লিককে মৃত ঘোষণা করা হয়। তাঁর বিরিয়ানিতে বিষ মিশিয়ে তাঁকে খুন করা হয়েছে, বলে মৃতের পরিবারের তরফে দাবি করা হয়।
অপরদিকে, পুরুলিয়ায় একই পরিবারের মা ও তিন নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুরুলিয়ার বান্দোয়ানে চার জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ভিন রাজ্যে কাজ করেন মৃত মহিলার স্বামী। তিনি বাড়ি ফিরে স্ত্রী-সহ তিন নাবালিকা মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই নিজে চারজনকে চিকিৎসার জন্য বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আজ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চারটি দেহের ময়নাতদন্ত হবে।
রাজ্যে কিন্তু এখানেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার অবসান নয়। পুজোর মুখে ডায়মন্ড হারবারের বারদ্রোণে জোড়া অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জল ভেবে মদের সঙ্গে ফর্মালিন খেয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, মৃত ঠাকুরদাস কামারের ছেলের খামারের পাশে বসে মদ্যপান করেন দু'জন। এরপরেই জল ভেবে মদের সঙ্গে ফর্মালিন মিশিয়ে খেয়ে ফেলায় মৃত্যু হয় তাঁদের। ইতিমধ্যেই খামার থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।























