Purba Bardhaman: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পুণ্যার্থীদের বাস, আহত মহিলা-সহ ১৫ জন
Road Accident: ভাগীরথীতে স্নান করে শিবমন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। কিন্তু একটা দুর্ঘটনা পাল্টে দিল সব কিছু। আর হল না পুজো গিতে যাওয়া।
রানা দাস, কাটোয়া: পূর্ব বর্ধমানের (East Burdwan) কাটোয়ায় (Katwa) নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল পুণ্যার্থীদের বাস। আহত মহিলা-সহ ১৫ জন পুণ্যার্থী। ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, বর্ধমানের (Burdwan) আলমগঞ্জ থেকে ৪০ জন পুণ্যার্থী বাসে করে ভাগীরথী (Bhagarathi River) নদীতে স্নান করার জন্য কাটোয়ায় আসছিলেন। সকাল সাড়ে ৬টা নাগাদ কাটোয়া-বর্ধমান (Katwa-Burdwan) রাজ্য সড়কে গাঙ্গুলিডাঙার কাছে মোটরবাইক সামনে চলে আসায় পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাস। বাসের চালক পলাতক।
নয়ানজুলিতে পড়ে গেল পুণ্যার্থীদের বাস: ভাগীরথীতে স্নান করে শিবমন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। কিন্তু একটা দুর্ঘটনা পাল্টে দিল সব কিছু। আর হল না পুজো গিতে যাওয়া। পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল পুণ্যার্থী বোঝাই বাস। দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহত পুণ্যার্থীদের দাবি, বাসের সামনে একটি মোটরবাইক এসে পড়ায় বিপত্তির সৃষ্টি। মোটরবাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। এক পুণ্যার্থী সমীর নন্দী বলেন, “বাস ভাড়া করে বেরিয়েছিলাম। বাইক সামনে চলে আসে।’’
পলাতক বাস চালক: পুলিশ সূত্রে খবর, পূর্ব বর্ধমানের আলমগঞ্জ থেকে ৪০ জন পুণ্যার্থী বাস ভাড়া করে কাটোয়ায় আসছিলেন। সকাল সাড়ে ৬টা নাগাদ বর্ধমান কাটোয়া রাজ্য সড়কে গাঙ্গুলিডাঙার কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। তাঁদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পর বাস চালক পলাতক।
এর আগে গত সপ্তাহে ঠাকুরপুকুর (Thakurpukur) জোকার (Joka) সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার (Accident) কবলে পড়ে একটি গাড়ি। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। গত ৩ অগাস্ট বিকেল চারটে নাগাদ পৈলানের দিক থেকে একটি স্করপিও আসছিল। স্থানীয় সূত্রে খবর, সেই স্করপিওর মধ্যে পাঁচজন যাত্রী ছিলেন। জানা যাচ্ছে যে প্রত্যেকেই প্রায় মদ্য়প অবস্থায় ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় যে, জোকার কাছে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারে ও খালের মধ্যে পড়ে যায়। এরপরই স্থানীয় কয়েকজন দোকানদার এসে সেই আহতদের উদ্ধার করে ও বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। স্থানীয়দের মারফৎ জানা গিয়েছে যে সেই স্করপিওটির গতি অনেক বেশি থাকায় টাল সামলাতে পারেনি সেটি। ফলে গাড়িতে ধাক্কা মারে ও খালে গিয়ে পড়ে যায় স্করপিওটি।
আরও পড়ুন: Jhargram Weather: রাত থেকে অবিরাম বৃষ্টির জের, ঝাড়গ্রামে বিপর্যস্ত জনজীবন