Mahashivratri 2024 : ৯ দিনের মেলা, আসেন ভিন রাজ্যের ভক্তরা; সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় নবাবহাটের ১০৮ শিবমন্দিরে
108 Shib Temple Nawabhat : যদিও নামে ১০৮ শিব মন্দির হলেও এখানে আছে ১০৯ টি মন্দির। জপমালার আকারে অবস্থান করছে এই ১০৮ টি মন্দির।
কমলকৃষ্ণ দে, বর্ধমান : শিবরাত্রি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেজে উঠছে শিবমন্দির। একইভাবে বর্ধমানের নবাবহাটে ১০৮ শিবমন্দিরেও চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ভিড় জমিয়েছেন জেলা ও জেলার বাইরের বহু পুণ্যার্থী। এছাড়া ভিন রাজ্যে থেকেও ভক্তরাও আসেন। অগণিত ভক্তের সমাগম হয় ঐতিহাসিক এই প্রাচীন মন্দিরে। ভক্তরা এই ১০৮ শিব মন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন। শিবরাত্রি উপলক্ষে ৯ দিনের মেলা বসে মন্দির এলাকায়।
যদিও নামে ১০৮ শিব মন্দির হলেও এখানে আছে ১০৯ টি মন্দির। জপমালার আকারে অবস্থান করছে এই ১০৮ টি মন্দির। বর্ধমানের ১০৮ মন্দিরের খ্যাতি এখন ভারতজোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন।
বর্ধমানের নবাবহাটে ১৭৮৮ খ্রিস্টাব্দে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানি বিষণকুমারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দির বর্ধমান রাজের এক অনন্য শিল্পকীর্তি ৷ মন্দিরগুলির গঠন একই রকমের। মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা বারান্দা। প্রতিটি মন্দিরই একটি দরজার। সব মন্দিরেই রয়েছে কষ্টিপাথরের গৌরীপট্ট-সহ শিবলিঙ্গ।
দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই মন্দিরে। অনেকেই এখানে ১০৮টি মন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন। এই ১০৮ মন্দিরের খ্যাতি এখন ভারতজোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। এবছর তিথি অনুযায়ী যদিও শুক্রবার রাত ৮ টার পর থেকে শুরু হবে শিবলিঙ্গে জল ঢালার পর্ব, তবুও সকাল থেকেই ভক্তরা তাঁদের মনস্কামনা জানাতে ভিড় জমাচ্ছেন মন্দির চত্বরে।
যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৈরি পুলিশ প্রশাসনও। পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের বিশেষ টিম। এছাড়াও খোলা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।
একইভাবে শিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন তারকেশ্বর মন্দিরে। দুধ, গঙ্গাজল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল হাতে নিয়ে শিবের মাথায় জল ঢালতে মন্দিরে লাইন দিয়েছেন ভক্তরা। আজ সারারাত খোলা থাকবে তারকেশ্বর মন্দির। চতুর্দশীর তিথি ধরে বিশেষ পুজো অর্চনা হবে তারকেশ্বর মন্দিরে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাশন।।