East Burdwan News: কেপমারের খপ্পরে রাইস মিলের মালিক, লক্ষাধিক টাকা খোয়ানোর অভিযোগ
Kepmari In Burdwan: কেপমারির খপ্পরে এবার রাইস মিল ব্যবসায়ী। অভিযোগ, ওই ব্যবসায়ীর ব্য়াগ কেটে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকার ঘটনা।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: কেপমারির (Kapemari) খপ্পরে এবার রাইস মিল (rice mill) ব্যবসায়ী (owner)। অভিযোগ, ওই ব্যবসায়ীর ব্য়াগ কেটে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। বর্ধমান (burdwan) শহরের বাদামতলা মোড় এলাকার ঘটনা।
কী হয়েছিল?
ভুক্তভোগী পবিত্র কোনার আদতে বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা। জানালেন, পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা এলাকার উচালনে তাঁর একটি রাইস মিল রয়েছে। আজ দুপুর বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে চাল বিক্রি করে ফিরছিলেন পবিত্র কোনার। সঙ্গে চাল বিক্রির টাকাও ছিল। একটি টাউন সার্ভিস বাসে চেপে বীরহাটা এলাকায় নেমেছিলেন তিনি। তখনই নজরে আসে, ব্যাগের একাংশ কাটা। সন্দেহ হতেই ব্যাগ খুলে পরীক্ষা করেন পবিত্র। দেখেন চাল বিক্রির ২ লক্ষ টাকার মধ্য়ে মোটে চল্লিশ হাজার টাকা পড়ে রয়েছে। বাকি টাকা উধাও। কে, কী ভাবে এই কাজ করল তা নিয়ে ধন্দ রয়েছে। তবে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্তও শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও নতুন কিছু হাতে পায়নি তারা।
আগেও কেপমারি...
এই ধরনের ঘটনা বর্ধমানে নতুন নয়। শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় বড় ধরনের ডাকাতি হয় গত জানুয়ারিতে। ব্যবসায়ী সংগঠনগুলির কর্মকর্তারা তখনই কয়েক মাস আগে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বি সি রোডে একটি বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ভয়াবহ ডাকাতির ঘটনার কথা বলেছিলেন। ডাকাতদের গুলিতে সে সময় একজন গুরুতর জখমও হন। তার পর ফের জানুয়ারির ঘটনা। সোমবারের পর অবশ্য দেখা গেল, ছবিতে বিশেষ বদল হয়নি। কিন্তু কেন বার বার কেপমারি, ডাকাতির মতো ঘটনা ঘটছে বর্ধমানে? প্রশাসন কি যথেষ্ট সতর্ক নয়? প্রশ্ন উঠছেই।
আরও পড়ুন:২৯৯ টাকায় পাবেন ১০ লাখের সুবিধা, জেনে নিন পোস্ট অফিসের এই প্ল্যান