Purba Bardhaman:ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ খন্ডঘোষে, জখম ১
Truck And Motorbike Collide:ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা বর্ধমান-বাঁকুড়া রোডের খন্ডঘোষে। দুর্ঘটনায় জখম ১ জন। জ্বলন্ত ট্রাকের আগুন নেভাতে দমকলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা বর্ধমান-বাঁকুড়া রোডের খন্ডঘোষে। দুর্ঘটনায় জখম ১ জন। জ্বলন্ত ট্রাকের আগুন নেভাতে দমকলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
কী জানা গেল?
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বর্ধমান -বাঁকুড়া রোড ধরে বর্ধমান অভিমুখী একটি ট্রাকের সঙ্গে বাঁকুড়া অভিমুখী একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে গুরুতরভাবে আহত হন বাই চালক। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই প্রথমে বাইকে ও পরে ট্রাকে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রাক। স্থানীয়রাই পুলিশ ও দমকলকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১ টি ইঞ্জিন। আসে খন্ডঘোষ থানার পুলিশও। তবে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছে দমকল। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে বর্ধমান-বাঁকুড়া রোড। প্রসঙ্গত, এ রাজ্যে সড়ক দুর্ঘটনা নতুন নয়। গত কালই গলসিতে জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের।
কী ঘটেছিল?
পূর্ব বর্ধমানের গলসি চৌমাথার কাছে গত কাল এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের তিন সদস্য ছিলেন গাড়িতে। এ ছাড়াও ছিলেন গাড়ির চালক। গাড়িতে চেপে বুদবুধ থেকে বর্ধমানের দিকে ডাক্তার দেখাতে যাচ্ছিল সকলে। সেই সময়ই গলসি চৌমাথার কাছে পিছন থেকে গাড়িতে ধাক্কা মারে একটি ডাম্পার। ডাম্পার ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই গাড়িটি দিুড়ে-মুচড়ে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক-সহ পরিবারের এক সদস্যের। গুরুতর জখম হন বাকি দু'জন। আহতদের প্রথমে বর্ধমান মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে কলকাতায় রেফার করা হয় তাঁকে। অন্য জনের চিকিৎসা চলে বর্ধমান মেডিক্য়াল কলেজেই। একই দিনে বেলিয়াতোড়েও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল। সেখানে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান এক ব্যক্তি। আহত হয়েছেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর মৃতের নাম, সাধন দাস। এ দিন মোটর সাইকেলে চাপিয়ে আত্মীয়া গীতা মণ্ডলকে নিয়ে বাঁকুড়ার দিকে থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পেছন থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান ধাক্কা মারে মোটর সাইকেলটিকে। দুর্ঘটনার পর দু'জনকে উদ্ধার করে বেলিয়াতোড় থানার পুলিশ প্রথমে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সাধনকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। গীতী সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক গাড়ির চালক পলাতক। পুলিশ দু'টি গাড়িকে উদ্ধার করে বেলিয়াতোড় থানায় নিয়ে যায়।
আরও পড়ুন:সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেককে নোটিস ধরাল সিবিআই