WB HS Results Toppers: 'সিলেবাস অনুযায়ী পর্যাপ্ত পড়াশোনা করলে ভাল ফল সম্ভব', বলছেন তৃতীয় স্থানাধিকারী অভীক দাস
WB HS Results 2022 Topper Abhik Das reactions:
কলকাতা: উচ্চ মাধ্যমিক ২০২২ সালের ফল প্রকাশ্যে (HS 2022 Results)। মেধাতালিকায় (Merit List) জায়গা করে নিয়েছেন ২৭২ জন পরীক্ষার্থী। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের অভীক দাস (Abhik Das)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র তিনি। পরীক্ষার ফল নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর?
উচ্চ মাধ্যমিকে তৃতীয় অভীক দাস
মাধ্যমিকে দ্বিতীয় স্থানে ছিলেন অভীক। এরপর উচ্চ মাধ্যমিকে তৃতীয় তিনি। অভীকের কথায়, 'মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে আবারও স্থান করতে পেরেছি তাতে ভীষণ আনন্দ হচ্ছে। মাধ্যমিকে স্ট্যান্ড করার পর উচ্চ মাধ্যমিকে আরও বেশি পরিশ্রম করেছি। ফলে মনে করি যা সিলেবাস সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করলে নিশ্চয়ই ভাল রেজাল্ট হবে।'
অফলাইন না অনলাইন, কোন ধরণের পরীক্ষা বেশি ভাল? 'আমার মনে হয় অফলাইন পরীক্ষাই বেস্ট। পড়াশোনা যতটা সম্ভব অফলাইনে শিক্ষক ও শিক্ষিকাদের সংস্পর্শে থেকে করাটাই ভাল।'
কতক্ষণ পড়াশোনা করেছিলেন অভীক? 'উচ্চ মাধ্যমিকের জন্য অনেকটাই পড়তে হত। সারাদিনে যখনই মনে হত পড়তাম তবে মাধ্যমিকের তুলনায় পড়ার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম। টেক্সট বইগুলোতে খুঁটিয়ে পড়তাম। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যখন পৌঁছলাম তখন পড়াশোনার পরিমাণও বাড়িয়েছিলাম। টেস্ট পেপার প্র্যাকটিস করতাম।'
আরও পড়ুন: WB HS Results Toppers: 'এত ভাল ফল আশা করিনি', বলছেন তৃতীয় স্থানাধিকারী কলকাতার রহিন সেন
এবারের পরীক্ষায় সিলেবাসের পরিমাণ কমিয়ে দেওয়ায় কী মনে হয়েছিল? 'রিডিউসড সিলেবাসে সুবিধা হয়েছিল। তবে উচ্চ মাধ্যমিকে বড় প্রশ্নয় মন দিতে হয়েছে যেমন তেমনই কম্পিটিটিভ পরীক্ষায় শর্ট প্রশ্নে গুরুত্ব দিতে হয়েছে। তবে দুটোর মধ্যে পড়ার অনেক মিল আছে। উচ্চ মাধ্যমিকের পড়া করলে অনেক সময়েই কম্পিটিটিভ পরীক্ষার পড়া অনেকটা পূরণ হয়ে যায়।' মেডিক্যাল পরীক্ষার জন্যই পড়াশোনা করছিলেন অভীক, এখনও সেটাই চালিয়ে যেতে চান।
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ
উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com