Purba Burdwan Weather : স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের, আজ কেমন পূর্ব বর্ধমানের আবহাওয়া ?
Weather Forecast of Purba Burdwan : বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৭১ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৭১ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ।
আরও পড়ুন ; দু’ দিনে ৬ ডিগ্রি নামল পারদ, সপ্তাহশেষে কাঁপছে কলকাতা
বঙ্গের আবহাওয়া-
মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের। দু’ দিনে ৬ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও দু’-একদিন শীতের আমেজ বজায় থাকবে। ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
সরস্বতী পুজোয় কলকাতায় বৃষ্টি হয়নি। গোটা দক্ষিণবঙ্গেই শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে । তবে উত্তরবঙ্গে গতকালও বৃষ্টি হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কিন্তু রবিবাসরীয় সকালে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহশেষ থেকেই কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পূর্বাভাস সত্যি করে হলও তাই। ঝপ করে নামল কলকাতার তাপমাত্রা। সরস্বতী পুজোর উইকএন্ড জমে গেল শীতের আমেজে। শনিবার থেকেই শীতবস্ত্র গায়ে চাপিয়ে কলকাতার কোনায় কোনায় সদ্য যুবাদের ভিড়। রবিবারও জমাটি ঠান্ডায় কলকাতাবাসীর মনখুশ।