Sukanta Majumdar: 'মহিলাদের বোঝান যদি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেতে হয়...', কী 'পরামর্শ' সুকান্তর ?
BJP: পূর্ব বর্ধমানের কালনায় বিজেপির সদস্য় সংগ্রহ অভিযান কর্মসূচিতে সুকান্ত মজুমদারের এহন মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক।
রাণা দাস, কালনা : 'অন্নপূর্ণা যোজনার' ৩ হাজার টাকা পেতে হলে মহিলারা বিজেপির মেম্বারশিপের ফর্ম পূরণ করুন। পূর্ব বর্ধমানের কালনায় বিজেপির সদস্য় সংগ্রহ অভিযান কর্মসূচিতে সুকান্ত মজুমদারের এহন মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। যদিও পরে নিজের মন্তব্য় নিয়ে সাফাই দিয়েছেন বিজেপি রাজ্য় সভাপতি।
কী বলেছেন সুকান্ত ?
বিজেপি রাজ্য় সভাপতি বলেছেন, "বাড়ি গিয়ে পাড়ার লোককে বলা যে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করুন। বলবে কেন করব ? কারণ নরেন্দ্র মোদির সরকার তৈরি হবে। মহিলাদেরকে বোঝান যদি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপের ফর্ম ফিলআপ করুন। ভারতীয় জনতা পার্টি সরকারে এসে অন্নপূর্ণা যোজনা তৈরি করবে। তখন আমরা দেখব। কী দেখব সেটা আর বলছি না।"
বাংলায় দলের সদস্য় সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা করে ১ কোটি সদস্য় সংগ্রহের লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। '২৬-এর বিধানসভা ভোটের ২ বছর আগে সেই লক্ষ্যে নেমে পড়েছে বিজেপি। সেই কর্মসূচিতে এবার বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। এ প্রসঙ্গে বিতর্ক হলে সুকান্ত বলেন, 'আমি এটাও বলেছি নরেন্দ্র মোদির উন্নয়নের মডেলে সামিল হওয়ার জন্য়। সেটা আপনি ভুলে গেছেন।অন্নপূর্ণা যোজনা আমরা আগেই ঘোষণা করেছি। যে ভারতীয় জনতা পার্টি সরকারে এলে অন্নপূর্ণা যোজনা শুরু করবে তিন হাজার টাকা করে।'
প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। দিল্লিতে চিঠি পাঠিয়েছিলেন সাক্ষাতের সময় চেয়ে...কিন্তু যাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত ঘরের কাছে এলেও, সাক্ষাতের সময় পাননি আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। যা নিয়ে কার্যত আক্ষেপের সুর শোনা যায় তাঁদের গলায়।
চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার তদন্ত করছে CBI। সম্প্রতি এবিপি আন্দর স্টুডিওয় এসে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন নিহত চিকিৎসকের মা-বাবা। এরপর অমিত শাহকে পাঠানো চিঠিতে নিহত চিকিৎসকের বাবা লেখেন, আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করছি। আপনার সুবিধামতো যে কোনও জায়গায় গিয়ে দেখা করতে চাই। আমার মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর, আমরা ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখন অসহায় বোধ করছি।
কিন্তু গত শনিবার রাতে অমিত শাহ কলকাতায় পা রাখার পর, রাজ্যে প্রায় ১৭ ঘণ্টা থাকলেও, নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেননি তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।