Suvendu Adhikari News: শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি! তৃণমূলকে কটূক্তি, মারধরের অভিযোগ
কাঁথি থানার সামনে বিক্ষোভ। পাল্টা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির। শুভেন্দু ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের তৃণমূলের
মেদিনীপুর: শুভেন্দুর (Suvendu Adhikari) প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি (Contai)। কাঁথি (Contai) ১৩ নম্বর ওয়ার্ড সুপার মার্কেটের কাছে তৃণমূলের (TMC) ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল-বিজেপি(BJP) বচসা। শুভেন্দুর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশে কটূক্তি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধরের অভিযোগ মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির। কাঁথি থানার (Contai Police Station) সামনে বিক্ষোভ। পাল্টা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির। শুভেন্দু ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের তৃণমূলের (TMC)।
এর আগে হাজরায় বিক্ষোভের প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। "আশুতোষ কলেজ মোড়ে শারীরিক হেনস্থা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা", ট্যুইট করেন বিজেপি নেতা (BJP Leader)।
এদিন ট্যুইটারে শুভেন্দু লেখেন, "পুলওয়ামা দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে অরাজনৈতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। আশুতোষ কলেজ মোড়ে শারীরিক হেনস্থা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আশুতোষ কলেজ মোড় মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, ভবানীপুর থানা এলাকায়।"
আজ আশুতোষ কলেজ লাগোয়া বসন্ত বোস রোডে পুলওয়ামা দিবস উপলক্ষে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে ঘোষিত অনুষ্ঠান ছিল। শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতির উদ্যোগে অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী আসার আগেই সেখানে উপস্থিত ছিলেন আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্য। শুভেন্দু আসতেই তাঁরা বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন: Mamata Banerjee News: 'গরিবের দল তৃণমূল' বৈভব কমিয়ে নবীন-প্রবীণ সবাইকে নিয়ে চলার বার্তা মমতার
বিক্ষোভকারীদের অভিযোগ, সেখানকার নিরাপত্তারক্ষীরা তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। জোর করে সরিয়ে দেন। সেই জন্যই তাঁরা এই কাজ করেছেন। একাংশের বক্তব্য, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। সেই ঘৃণা থেকেই একাজ করেছেন তাঁরা। শুভেন্দু আসতেই সেখানে গানের তালে তালে তাঁরা বিক্ষোভ শুরু করেন। বিশাল জটলা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুটা ধস্তাধস্তিও হয়। অনুষ্ঠানে মাল্যদান করার পরেই বেরিয়ে যান শুভেন্দু।