Awas Agitation: আবাস-অসন্তোষ এবার নন্দীগ্রামে, বিডিও-কে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর, সিবিআই-তদন্ত দাবি রাহুলের
Nandigram : আবাস যোজনার দুর্নীতির সিবিআই তদন্ত দরকার, দাবি রাহুল সিনহার
বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির (Awas Yojana Scam) অভিযোগ। বিক্ষোভের মুখে বিডিও। আবাস-অসন্তোষে নন্দীগ্রামের দাউদপুরে বিডিও-কে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। আবাস তালিকা খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিডিও। নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর এলাকার বিডিও-কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। প্রায় আধঘণ্টা পর পুলিশ গিয়ে উদ্ধার করে বিডিও-কে।
আজ যাঁরা বিক্ষোভ দেখান, তাঁদের হাতে কোনও রাজনৈতিক দলের ঝান্ডা ছিল না। বিক্ষোভকারী স্থানীয়দের বক্তব্য, তাঁরা ঘর পাওযার যোগ্য। দীর্ঘদিন আবেদন করেও কেন তাঁরা ঘর পাবেন না ? অথচ যাঁরা পেয়ে যাচ্ছেন, তাঁরা এক-দুবার নয়, তিন বার ধরে পেয়েছেন। সেই থেকেই মূলত ক্ষোভ তাঁদের। এনিয়ে প্রশাসনের তরফে আশ্বাসের পর বিক্ষোভমুক্ত হন বিডিও।
সরব বিজেপি নেতা-
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, বিডিও-র জন্য খারাপ লাগছে। কারণ, দোষ করলেন যাঁরা, পাপ করলেন যাঁরা, আর পাপের শাস্তি ঘাড়ে নিতে হল বিডিও-কে। কারণ, বিডিও-র তো একটা বাড়ি দেওয়ারও ক্ষমতা নেই। তৃণমূলের নেতারা যা যা বিডিও-কে শিখিয়ে দিয়েছেন, বিডিও তাই তাই করেছেন। এখন তৃণমূলের সেই পাপ বিডিও-র ঘাড়ে আসছে। অতএব গ্রামবাসীর এই বিডিও ঘেরাও থেকে যে প্রমাণ আমরা পেলাম, তাতে একটা জিনিস পরিষ্কার যে চরম দুর্নীতি এই আবাস যোজনাকে কেন্দ্র করে হয়েছে। ইদানীং যত দুর্নীতি হয়েছে, যদি মোট দুর্নীতির হিসেব করা যায়, তবে এটা বিশাল বড় দুর্নীতি। সেইজন্য আবাস যোজনার দুর্নীতির সিবিআই তদন্ত দরকার। কারণ, যেভাবে মানুষ বঞ্চনার শিকার হয়েছেন, তার একটা নিদর্শন আমরা নন্দীগ্রামে বিডিও ঘেরাও থেকে দেখলাম।
প্রসঙ্গত, সম্প্রতি আবাস-দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। আবাস-দুর্নীতিতে সমান দায়ী বিডিওরাও, বিস্ফোরক এই মন্তব্য করেন হাওড়ার শ্যামপুরের তৃণমূল বিধায়ক। সরকারি আধিকারিকরা সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্যই এসব করেছেন বলে অভিযোগ করে তাঁর দাবি, কৈফিয়ত দিতে হলে বিডিও দিন। নিজেরা দুর্নীতি করে বিডিওর ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে পাল্টা কটাক্ষ করে বিজেপি।
এদিকে এই আবহে আবাস যোজনায় দুর্নীতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় দলের রাজ্য ছাড়ার দিনই হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এবার ১৫টি জেলায় কেন্দ্রীয় দল আসবে, এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা। সংগঠন নেই, দেউলিয়াপনার প্রকাশ, পাল্টা আক্রমণ করে মন্তব্য করে তৃণমূল।
আরও পড়ুন ; আবাস দুর্নীতির তদন্তে রাজ্যের আরও ১৫টি জেলায় আসছে কেন্দ্রীয় দল, জানালেন শুভেন্দু