TMC Agitation: BJP-র পঞ্চায়েত অফিসে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোর দাবি, কাঁথিতে বিক্ষোভ তৃণমূল সদস্যদের
BJP : এতদিন ক্ষমতায় থাকাকালীন ছবি টাঙানোর কথা মনে প়ড়েনি ? পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির প্রধান।
ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তী, কাঁথি : বিজেপির (BJP) পঞ্চায়েত অফিসে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোর দাবি। কাঁথিতে পঞ্চায়েত অফিসের (Contai Panchayat Office) সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল সদস্যরা। এতদিন ক্ষমতায় থাকাকালীন ছবি টাঙানোর কথা মনে প়ড়েনি ? পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির প্রধান।
বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে টাঙানো হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি। সেখানে মুখ্য়মন্ত্রীর ছবিও টাঙাতে হবে।
এই দাবিতে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল।
কাঁথির মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত। গত ২ বছর ধরে, তৃণমূল এটি নিজেদের দখলে রাখলেও, এবছর পঞ্চায়েতটি ছিনিয়ে নেয় বিজেপি। ২১ আসনের পঞ্চায়েতে বিজেপি জেতে ১১টিতে। আর তৃণমূলের হাতে থাকে ১০টি।
দিন কয়েক আগে, পূর্ব মেদিনীপুরের তমলুকে এক সভা থেকে সমস্ত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ভারতমাতা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখার কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি পরামর্শ দেন, "সরকারি কক্ষ, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে, সেই কক্ষে এই তিনটে ছবি তাঁরা রাখবেন, ভারতমাতার ছবি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির ছবি থাকবে।"
সেই মতো, কাঁথির মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত অফিসেও টাঙানো হয়েছে এই তিন ছবি। আর এরপরই, তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের দাবি, এই ছবিগুলির পাশে মুখ্যমন্ত্রী ও সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরের ছবিও টাঙাতে হবে। এনিয়ে বিজেপির প্রধানকে ১৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছে তৃণমূল। কাঁথির মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য় শেখ আমিন সোহেল বলেন, "ভারতমাতার ছবি দিয়েছেন, রাষ্ট্রমাতার ছবি দিয়েছেন এবং নরেন্দ্র মোদির ছবি দিয়েছেন। ওঁরা যে ফটো লাগিয়েছেন তার প্রতিবাদ করিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি পঞ্চায়েতে লাগাতে দেওয়া হচ্ছে না। ১৬ তারিখের মধ্যে এই পঞ্চায়েত অফিসে যদি তা না হয়, তাহলে কিন্তু আমরা ১০ জন সদস্য থেকে সেখানে ফটোটা লাগিয়ে দেব।"
যদিও মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেতা প্রদীপকুমার কুণ্ডু বলেন, "বিগত দিনে ওঁদের মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর কথা মনে ছিল না। যেভাবে ওঁদের বোধোদয় হয়েছে, সেভাবে ওঁদের বোধোদয় হোক যে দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি সমস্ত অফিসে থাকা উচিত। সেই হিসাবে আমি বিশেষ করে আমাদের এই কাঁথি- ১ ব্লকের কথা বলব। ওঁরা এই সমস্ত ছবি ওখানে লাগানোর ব্যবস্থা করুক। তাহলে আমিও এখানে ছবি লাগানোর ব্যবস্থা করব।"
এনিয়ে পঞ্চায়েতের বিজেপির প্রধানের কাছে ডেপুটেশনও দিয়েছে তৃণমূল।