Medinipur Weather: দিনভর রোদের তাপ, বাড়ছে গরম, কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া?
Purba and Paschim Medinipur: ক্রমশ ঊর্ধ্বগামী পারদ। রোদের তাপ থাকবে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শনিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। সকাল থেকেই রোদ উঠবে, গরম থাকবে। এদিন জেলায় বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। রাতে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৭ এর আশেপাশে থাকছে। শনিবার জেলায় হাওয়ার গতিবেগ ১১-১২ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। জেলায় দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫-২৬ কিলোমিটারের আশেপাশে থাকবে। সকালে প্রবল গরম হলেও, বিকেলে তুলনামূলক আরামদায়ক আবহাওয়া। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
রবিবার সকাল থেকেই রোদ উঠবে। রোদের তাপ আগের দিনের চেয়েও বেশি হতে পারে, গরম থাকবে। এদিন পূর্ব মেদিনীপুরে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে। Real Feel-প্রায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। UV Index-৭-এর আশেপাশে থাকবে। রাতের দিকে জেলার আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৫ টা বেজে ৪৩ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৬টা বেজে ৬ মিনিটে ।
পশ্চিম মেদিনীপুর:
শনিবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। real feel- প্রায় একইরকম থাকবে। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। রোদ উঠবে, তাপ অনুভূত হবে। জেলায় উত্তর দিক থেকে হাওয়া বইবে। গড় গতিবেগ ৭-৮ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৩৫ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৬৫ শতাংশের কাছাকাছি থাকবে। রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে।
রবিবারও রোদের দেখা মিলবে। সকাল থেকেই রোদের তাপ থাকবে। জেলার আকাশ সারাদিনই পরিষ্কার থাকবে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৭ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে দাঁড়াবে ৭৭ শতাংশে।
আরও পড়ুন: বসন্তের মরসুমে উষ্ণ বাঁকুড়া, দিনেই নাজেহাল গরম! আজ কেমন আবহাওয়া?