Purba Medinipur: আচমকাই পদত্যাগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের, কারণ নিয়ে ধোঁয়াশা
TMC: পদ্ম শিবিরের দাবি, দুর্নীতি ঢাকতে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আচমকা ইস্তফা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের। নন্দীগ্রামে ভেকুটিয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ইস্তফা ঘিরে শুরু হয়েছে শোরগোল। সোমবার নন্দীগ্রাম ১ বিডিও অফিসে পদত্যাগপত্র জমা দেন তিনি। দুর্নীতি ঢাকতেই এই পদক্ষেপ বলে অভিযোগ বিজেপির। পদ্ম শিবিরের দাবি, দুর্নীতি ঢাকতে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে পদত্যাগ করা তৃণমূল নেতার দাবি শারীরিক অসুস্থতার কারণেই এই ইস্তফা।
আচমকা পদত্যাগ:
স্থানীয় সূত্রের দাবি, আগে কোনও ইঙ্গিতও দেননি ওই পঞ্চায়েত প্রধান। আচমকাই ইস্তফা দিলেন নন্দীগ্রামের তৃণমূল পরিচালিত ভেকুটিয়া পঞ্চায়েতের প্রধান। সোমবারই নন্দীগ্রাম ১-এর বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন মমতা দাস। কিন্তু হঠাত্ কী কারণে এই পদত্যাগ? তা নিয়েই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি ঢাকতে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে প্রধানকে।
জোর তরজা:
নন্দীগ্রাম ১ পূর্ব বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া বলেন, 'গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি বিভিন্ন প্রকল্পে যেভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি ঢাকতে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।' যদিও গেরুয়া শিবিরের দাবিকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্য়ান পীযূষ ভুঁইয়া বলেন, 'অসুস্থ ছিলেন, তাই পদত্যাগ । বিজেপি রাজনীতি করছে।' ব্যক্তিগত কারণেই পদত্যাগ বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধানও। ভেকুটিয়া পঞ্চায়েতের পদত্যাগী প্রধান মমতা দাস বলেন, 'দীর্ঘদিন অসুস্থ। অফিসে যেতে পারছিলাম না। তাই পদত্যাগ করেছি।'
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মারিশদায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনে স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, ও অঞ্চল সভাপতিকে পদত্যাগ করার নির্দেশ দেন তিনি। গ্রামবাসীদের থেকে একাধিক অভিযোগ শোনার পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা দিতে হবে।' সেই নির্দেশের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই পদত্যাগ করেন তিনজনই। সেই ঘটনার পর এবার তৃণমূল পরিচালিত ভেকুটিয়া পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। কী কারণে পদত্যাগ করলেন? ব্যক্তিগত কোনও কারণ নাকি দলের মধ্যে কোনও দ্বন্দ্ব? তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অভিষেককে চিঠি, ক্ষুব্ধ তৃণমূলের ২১ কাউন্সিলর






















