Purulia: তৃণমূলের অস্ত্র অডিও ক্লিপ! ব্যালট-প্রশ্নে বিদ্ধ নেপাল
Viral Audio Clip:তৃণমূলের তরফ থেকে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, তাতে দুই ব্যক্তিকে কথা বলতে শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে একজন পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি বলে দাবি
কলকাতা: এবার ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্কে পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতো। তৃণমূলের তরফে একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। তাতে দুই ব্যক্তিকে ব্যালট পেপার নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। ওই দুই ব্যক্তির মধ্যে একজন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলে দাবি তৃণমূলের।
কী রয়েছে ওই অডিও ক্লিপে:
তৃণমূলের তরফ থেকে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, তাতে দুই ব্যক্তিকে কথা বলতে শোনা যাচ্ছে। সেখানে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে নির্দেশ দিচ্ছেন, ব্যালট পেপারের প্যাকেট বাইরে ফেলার জন্য। ওই ব্যক্তি বলছেন, বাইরে কোনও জায়গায় ব্যালট পেপার ফেলতে হবে। সেখানে একটা লোককে ফিট করতে হবে। ওটা ফেলার পরেই অনেক লোক দৌড়ে যাবে। ছবি-টবি তুলবে...।' তৃণমূলের দাবি, যিনি ব্যালট পেপার বাইরে ফেলতে বলছেন তিনি কংগ্রেস নেতা নেপাল মাহাতো। ভাইরাল এই ক্লিপ হাতিয়ার করে কংগ্রেসের দিকেই আক্রমণ শানিয়েছে তৃণমূল।
পুরুলিয়া তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, 'কয়েকটা জায়দায় ব্যালট পাওয়া গিয়েছে এমন গুজব ছড়ানো হয়েছিল। সাতুরিয়ায় হয়েছিল, নিতুরিয়ায় হয়েছিল, ঝালদার একটা জায়গায় হয়েছিল। এই অডিও ক্লিপ দেখে এখন বোঝা যাচ্ছে বিরোধীরা চক্রান্ত করে এমন করেছিল। তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য বিরোধীরা এমন করছিল। এই রাজনীতি করে তৃণমূলকে আটকানো যাবে না। গোটা জেলা জুড়ে মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন, সেটা কাজ হয়েছে বলেই করেছে।'
তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। তিনি বলেন, 'এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এনিয়ে কোনও মন্তব্য করব না, যেখানকার কথা বলা হচ্ছে, সেখানে কোনও ব্যালট পেপার পাওয়া গিয়েছে বলে আমার জানা নেই।'
পঞ্চায়েত ভোটের গণনার সময় থেকেই বিভিন্ন এলাকায় গণনাকেন্দ্রের বাইরে নানা জায়গায় ব্য়ালট পেপার পড়ে থাকতে দেখা গিয়েছে। বিরোধীদের অভিযোগ ছিল, তাদের পক্ষে ভোট দেওয়া ব্যালট পেপারগুলো বেছে বাইরে ফেলে দেওয়া হয়েছে। এবার এই অডিও ক্লিপ ধরে পাল্টা বিরোধীদের নিশানা করছে তৃণমূল।
সম্প্রতি ফের ঝালদা পুরসভা দখল নিয়ে টানাপড়েন সামনে এসেছে। তৃণমূল জোর খাটিয়ে ঝালদার চেয়ারপার্সন এবং নির্দল কাউন্সিলরকে দলে টেনে বোর্ড দখল করতে চাইছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস। যদিও সেই অভিযোগ অস্বীকার করে, বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন নির্দল কাউন্সিলররা।
আরও পড়ুন: মণিপুর-আলোচনা চায় কেন্দ্র, সুযোগ দিক বিরোধীরা, দাবি শাহের