Purulia News: কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের বিজেপি সাংসদের
BJP on Akhil Giri: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল জেলা বিজেপি।
![Purulia News: কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের বিজেপি সাংসদের Purulia News again a allegation comes out against Akhil Giri by Jyotirmoy singh Mahato Purulia News: কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের বিজেপি সাংসদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/14/a0e1b0abaacb4d56c50a7ff540c569181668408154846484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সমাদ্দার,পুরুলিয়া: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল জেলা বিজেপি (BJP)। আজ সকাল সাড়ে দশটায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি সহ বিভিন্ন নেতারা পুরুলিয়ার সদর থানায় (Purulia Sadar Police Station) একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গত ১১ নভেম্বর একটি পথ সভায় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অশালীন বক্তব্য রাখেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তারই পরিপ্রেক্ষিতে আজ জেলা বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও সদর থানার আইসি না থাকায় কোনো রিসিভ কপি দেওয়া হয়নি। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির।
অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। জাতীয় মহিলা কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবিও জানিয়েছেন তিনি। অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য।
আরও পড়ুন, 'আমাদের সরকার, আমাদের শাসন', কাটোয়াকাণ্ডে রাজ্যকে খোঁচা রাহুল-সুজনের
অখিল গিরি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না, মানুষকে নিয়ে চলাই আমাদের ধর্ম'। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)