Purulia News: তৈরি হচ্ছে লাড্ডু, জ্বলবে এক লক্ষ প্রদীপ, বিশেষ পুজোর আয়োজন পুরুলিয়ায়
Ram Mandir Inauguration: কর্তৃপক্ষের দাবি আগামীকাল হাজার হাজার ভক্ত সমাগম হবে। সবাইকে মিষ্টিমুখ করানো হবে। গাওয়া ঘি দিয়ে তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: উৎসবের আবহ পুরুলিয়া (Purulia) শহরেও। সোমবার গোশালা হনুমান মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বিশেষ পুজো। সন্ধেয় জ্বালানো হবে এক লক্ষ প্রদীপ। প্রদীপ তৈরির জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত কারিগররা। তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু।
বিশেষ পুজোর আয়োজন: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উৎসবের রূপ নেবে পুরুলিয়া শহর। পুরুলিয়া শহরের গোশালা হনুমান মন্দির প্রাঙ্গনে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সন্ধেয় এক লক্ষ প্রদীপ জ্বালানো হবে। জোর কদমে চলছে প্রদীপ তৈরির কাজ। চূড়ান্ত ব্যস্ত কারিগররা। প্রদীপ জ্বালানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যারিকেড। কর্তৃপক্ষের দাবি আগামীকাল হাজার হাজার ভক্ত সমাগম হবে। সবাইকে মিষ্টিমুখ করানো হবে। গাওয়া ঘি দিয়ে তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু। লাড্ডু তৈরির জন্য ব্যস্ত কারিগরেরা।
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের মেজাজ এরাজ্যেও। হুগলির বাঁশবেড়িয়ার হনুমান মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তৈরি হচ্ছে ৫১ হাজার প্রসাদী লাড্ডু। এলাকার মহিলারাই লাড্ডু বানানোর কাজে হাত লাগিয়েছেন। বাঁশবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কলতলায় এই হনুমান মন্দির। শিব, রাধা-কৃষ্ণ ছাড়াও মন্দিরে অধিষ্ঠিত রাম, সীতা, লক্ষ্মণ। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আগামীকাল বাঁশবেড়িয়ার এই হনুমান মন্দিরে বিশেষ পূজার্চনার পাশাপাশি হোম-যজ্ঞও হবে। সব শেষে বিলি করা হবে ৫১ হাজার প্রসাদী লাড্ডু।
অন্যদিকে জলপাইগুড়িতে কনকনে ঠান্ডার মধ্যেই দিনবাজার এলাকায় ঢেলে বিক্রি হচ্ছে জয় শ্রীরাম লেখা পতাকা। দাম ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা। উন্মাদনা এতটাই যে, পতাকা কিনতে দরদামও করছেন না ক্রেতারা। শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। বাঁকুড়ার খাতড়া এটিম গ্রাউন্ডে এদিন নিজে হাতে যজ্ঞ কুণ্ড সাজিয়ে নিজে হাতে তার প্রতিষ্ঠা পুজো সারলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় প্রদীপ প্রজ্জ্বলনের জন্য তারকেশ্বর বিধানসভা এলাকায় মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দিলেন বিজেপি কর্মীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Police: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভাঙল তোরণ, আহত অ্যাডিশনাল CP