Purulia Railway Viral Video : ভয়ঙ্কর ! ট্রেনের চাকার তলায় চলে যাচ্ছিলেন মহিলা, তারপর কীভাবে বাঁচল প্রাণ, দেখুন ভিডিও
Purulia Railway Viral Video : ট্রেন চলতে শুরু করার পর তাঁরা বুঝতে পারেন, ভুল ট্রেনে উঠে পড়েছেন। কী করবেন কী করবেন ভেবে লাফ দিয়ে নামতে যান তাঁরা। তারপরই ঘটে সেই হাড়হিম করা ঘটনা
পুরুলিয়া : একেবারে গা শিউরে ওঠার মতো ঘটনা। এ যেন ঠিক, রাখে হরি মারে কে ! পুরুলিয়া স্টেশনে ২ মহিলা যাত্রী সাঁতরাগাছিগামী আনন্দবিহার এক্সপ্রেসে ওঠেন। তারপর যেন তাঁদের সম্মুখে অপেক্ষা করছিল মৃত্যু ! কিন্তু সেই ফাঁদ থেকেই বেঁচে ফিরল প্রাণ।
গতকাল বিকেলে পুরুলিয়া স্টেশনের ঘটনা। সাঁতরাগাছিগামী আনন্দবিহার এক্সপ্রেসে ওঠেন ২ মহিলা যাত্রী । ট্রেন চলতে শুরু করার পর তাঁরা বুঝতে পারেন, ভুল ট্রেনে উঠে পড়েছেন। কী করবেন কী করবেন ভেবে লাফ দিয়ে নামতে যান তাঁরা। কিন্তু ট্রেন তখন ছেড়ে দিয়েছে। গতি বাড়িয়ে প্ল্যাটফর্ম ছাড়ছে ট্রেনটি। কিন্তু সেই কথা মাথায় ছিল না তাঁদের। ভেবেছিলেন, লাফ দিয়ে ঠিক নেমে পড়বেন প্ল্যাটফর্মে। কিন্তু না ! অত সহজ হল না। তা করতে গিয়েই পড়ে যান দু’জন। একজন প্রায় ট্রেনের চাকার তলায় চলে যাচ্ছিলেন। কিন্তু না। ফরিস্তার মতোই হাজির হলেন এক আররিএফ কর্মী ।
দেখতে পেয়ে ছুটে গিয়ে তাঁকে বাঁচিয়ে নেন। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি ! যা ইতিমধ্যেই ভাইরাল। এ যেন নতুন জীবন প্রাপ্তি। বলছেন জীবন ফিরে পাওয়া ওঅ মহিলা।
দেখুন ভিডিও -
দেখুন কীভাবে, এক চুলের জন্য রক্ষা পেলেন মহিলা।