Paschim Bardhaman:মাছের জালে আটকে বিশালাকৃতি অজগর, হইচই , কাঁকসার তেলিপাড়া এলাকায়
Python Entangled:মাছের জালে আটকে গিয়ে ছটফট করছে বিরাট আকার অজগর, রবিবার সকালে কাঁকসার তেলিপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: মাছের জালে (Python In Fishing Net) আটকে গিয়ে ছটফট করছে বিরাট আকার অজগর, রবিবার সকালে কাঁকসার (Paschim Bardhaman News) তেলিপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে বনকর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে।
কী ঘটেছিল?
স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে কাঁকসার একটি জলাশয়ে চলে এসেছিল অজগরটি। তার পর মাছের জালে আটকে যায়। বিশালাকার সাপটিকে মাছের জালে ছটফট করতে দেখে রবিবার সকালে কাঁকসার তেলিপাড়া এলাকায় হইচই শুরু হয়ে গিয়েছিল। তড়িঘড়ি পানাগড় বন বিভাগে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মীরাই পরে জাল থেকে অজগরটিকে উদ্ধার করে। তাঁদের বক্তব্য, সুস্থ অবস্থাতেই সাপটিকে উদ্ধার করা গিয়েছে। পরে সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাকে দেখতে সকাল থেকে ভিড় জমান এলাকাবাসীরা। প্রসঙ্গত, এর আগেও কাঁকসার জঙ্গল লাগোয়া বেশ কয়েক জায়গায়, একেবারে লোকালয়ে অজগর দেখতে পাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বক্তব্য, বর্ষায় বিভিন্ন গর্ত জলপূর্ণ হয়ে যাওয়ায় খাবারের সন্ধানে মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে পাইথন। হাঁস, মুরগি বা ছোট ছাগলছানা খেয়ে ফেলে। এবারও সম্ভবত সেই লোভেই জলাশয়ে চলে এসেছিল সেটি। গত বছর, জুলাই মাসে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়। সে বার মাছ ধরার জালে উঠে আসে বিশালাকৃতি ময়াল সাপ।
সে বার যা হয়...
সে বার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল। দিনটি ছিল রবিবার। ভাল মাছের আশাতেই জালা ফেলা হয়েছিল দামোদর নদে। এদিকে ভোর ভোর জালে টান আসায় প্রথমে বড় মাছ উঠেছে মনে হয় বলেই টান দেওয়া হয়। এদিকে ততক্ষণ জালে লাফালাফি করছে কী , এতই বা শক্তিশালী কোন মাছ, মাথায় যখন প্রশ্নের ভিড়, তখন নদী থেকে জাল তুলতেই ভয়ে কেঁপে উঠল সবাই। এ যে আর কেউ নয়, জালে বিশালাকার এক ময়াল সাপ। জালের ভিতরে স্থানীয়রা ওই ময়াল সাপটিকে দেখতে পেয়েই সতর্ক হয়ে যান। জালে সাপ যে ওঠে না , এমন নয়। তবে একেবারে দৈত্যকার ময়লা সাপকে দেখতে পেয়ে খানিকটা চমকেই উঠেছিলেন ভোজনরসিকের দল। পরে বন দফতরকে খবর দেওয়া হলেও সময়মতো তাঁরা আসেননি বলে অভিযোগ ওঠে। তবে এবার জাল তোলার আগেই অজগরটি নজরে এসেছিল স্থানীয়দের।
আরও পড়ুন:মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, একাধিক এলাকায় আটকে হাজার হাজার পর্যটক