R G Kar News: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, সরকারি অনুদানে 'না' আরও দুই পুজো কমিটির
Durga Puja 2024: কলকাতা থেকে জেলা, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পরপর রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান
![R G Kar News: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, সরকারি অনুদানে 'না' আরও দুই পুজো কমিটির R G Kar News Durga Puja 2024 Puja Donation Refused By Murshidabad And South 24 Parganas Puja Committee R G Kar News: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, সরকারি অনুদানে 'না' আরও দুই পুজো কমিটির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/25/a634cf4e6ce2d7e7a1fcb12ede95b9ea172458929988451_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী ও সুকান্ত দাস, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা: আর জি করে চিকিৎসকের ধর্ষণ-খুনে প্রতিবাদের ঝড় সর্বত্র। সুবিচারের দাবি জানিয়ে রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করল মুর্শিদাবাদের একটি পুজো কমিটি। প্রতিবাদে প্রত্যাখ্যানের দক্ষিণ ২৪ পরগনার ক্লাবও। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
অনুদান প্রত্যাখ্যান: মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটিও। পুজোর অনুদানে না বলে, লালগোলা থানাকে লিখিতভাবে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর যৌন নির্যাতন ও খুনের ঘটনায় সুবিচারের দাবি অভিনব পদক্ষেপ নিয়েছে বেশ কয়েকটি পুজো কমিটি। সেই একই পথে হাঁটলেন লালগোলা সার্বজনীন শ্রীশ্রী দুর্গোৎসব মহিলা কমিটি। তাঁরা জানান, পুজোর জন্য নেবেন না কোনওরকমের সরকারি অনুদান। কমিটির সম্পাদিকা কল্পনা ঘোষ বলেন, "জীবন্ত দুর্গার নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তাঁর টাকায় মাটির দুর্গাপুজো করা লজ্জাজনক হবে।'' পুজোর অনুদান ফেরত দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুজো কমিটির এই সিদ্ধান্তে পাল্টা আক্রমণ করেন লালগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ মোতাহার হোসেন।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটিও পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। এই দুর্গাপূজো সৃজনী সঙ্ঘের মাঠে হয়। আরজি করের ঘটনার জন্য প্রতিবাদে সামিল হয়েছেন সৃজনী সঙ্ঘে সদস্য সহ ৭ ও ১৪ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও গ্রামবাসীরা। একসঙ্গে সবাই সিদ্ধান্ত নেন এবছর তারা দুর্গাপুজোয় সরকারি অনুদান গ্রহণ করবেন না।
আরজি কর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় সর্বত্র। উত্তরপাড়ার তিনটি পুজোর পর কোন্নগরে পুজোর অনুদান বয়কটের ঘোষণা করা হল। মাইক প্রচার করে ঘোষণা করে তারা। কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তারা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করে পুজো কমিটির সদস্যরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: ফের ধর্নায় রাজ্য বিজেপি, আরজি করকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে চাক্কা বনধের ডাক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)