R G Kar News: কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে হিংসা হলে করতে হবে FIR, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের
West Bengal News: মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই আর জি করে দুষ্কৃতী তাণ্ডব। তছনছ এমার্জেন্সি থেকে ভেন্টিলেটর, লক্ষ লক্ষ টাকার ওষুধ।
কলকাতা: আর জি কর কাণ্ডের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পদক্ষেপ। কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে হিংসা হলে, ৬ ঘণ্টার মধ্যে FIR দায়েরের নির্দেশ। হাসপাতাল বা সংস্থার প্রধানকে এই FIR দায়েরের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
কী নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের?
স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকায় উল্লেখ করেছে, সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনায় দেখা গিয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর হিংসার ঘটনা খুব সাধারণ হয়ে গিয়েছে। কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এমনকী তাঁদের মৌখিকভাবেও হুমকি দেওয়া হয়েছে। যার মধ্যে বেশিরভাগ ঘটনাতেই জড়িত রোগী অথবা তাঁর আত্মীয়। কর্তব্যরত অবস্থায় কোনও স্বাস্থ্যকর্মীর উপর হিংসা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার মধ্যে FIR দায়ের করতে হবে।
গত ১৪ অগাস্ট মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই আর জি করে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা। তছনছ এমার্জেন্সি থেকে ভেন্টিলেটর, লক্ষ লক্ষ টাকার ওষুধ। সবমিলিয়ে ১৮টি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন রোগীরা। কর্তব্যরত অবস্থায় ছিলেন ডাক্তার থেকে নার্সরা। এমনকী চিকিৎসক-খুনের ঘটনায় হাসপতাল চত্বরে আন্দোলন করছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই কড়া অবস্থান নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
এদিকে মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবের প্রায় ২৪ ঘণ্টা পর পুলিশে অভিযোগ দায়ের করেছে আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১৯। তাণ্ডবে অভিযুক্তদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে পুলিশ আগেই তাদের সন্ধান চেয়েছিল। পুলিশ সূত্রে খবর, ছবি দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। টালা, শ্য়ামপুকুর ও উল্টোডাঙা থানার রুজু করা তিনটি স্বতঃপ্রণোদিত মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৯ জন। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের উপর আক্রমণ, বেআইনি অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Chaos: আরজি কর মেডিক্যালে তাণ্ডব, হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর