R G Kar Protest: চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ, দেশজুড়ে আন্দোলন
R G Kar Hospital: আরজি কর মেডিক্যালে আন্দোলন অব্যাহত। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আন্দোলনের আঁচ সারা দেশে।
কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে চিকিৎসকদের প্রতিবাদ। দিল্লি, মুম্বই, পাটনা, নাগপুর সর্বত্রই পথে নেমেছেন চিকিৎসকরা। RG কর মেডিক্যালের আন্দোলনকারীদের সহমর্মিতা জানাতে বিভিন্ন হাসপাতালে বন্ধ রাখা হল আউটডোর পরিষেবা।
দেশজুড়ে চিকিৎসকদের প্রতিবাদ: RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার অভিঘাত কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। রাজ্যে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের অন্যতম দাবি, নৃশংস খুনের ঘটনার সঠিক বিচার চাই একই দাবি উঠেছে বিভিন্ন রাজ্যের চিকিৎসক সংগঠন ও চিকিৎসকদের তরফে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (FAIMA)মঙ্গলবার দেশজুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দেয়। জরুরি বা আপৎকালীন পরিষেবা ছাড়া অন্য পরিষেবা বন্ধ রাখা হয়। CBI তদন্তের দাবি ওঠে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। বিক্ষোভে সামিল হন পাটনা AIIMS-র চিকিৎসকরাও। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে পথে নামেন নাগপুরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। মুম্বইয়ে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়।
খাস কলকাতায় সরকারি মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় জাতীয় রাজনীতিতেও তোলপাড় পড়ে গিয়েছে। X হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। পোস্টে তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের নজরদারিতে পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা নির্ভয়ার দ্বিতীয় অধ্যায়ের থেকে কিছু কম নয়। এখন স্পষ্ট যে, এটা শুধু ধর্ষণ নয়, গণধর্ষণের ঘটনা। তথ্য প্রমাণ তাই ইঙ্গিত করে। কিন্তু শুধু একজন গ্রেফতার হয়েছে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকায় বাকি অভিযুক্তদের সুরক্ষা দেওয়া হচ্ছে। তৃণমূল সরকারের তদন্ত কমিটিতে ইন্টার্ন ও শাসক-ঘনিষ্ঠদেরই রাখা হয়েছে। সেই জন্য তারা কিছু লুকোতে চাইছে।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দেখা করে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের সঠিক তদন্ত দাবি করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল। প্রাক্তন আইনমন্ত্রী ও বিজেপি রবিশঙ্কর প্রসাদ বলেন, "একজন মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করা হল। সারা দেশের চিকিৎসকরা রাস্তায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হলটা কী? আপনার রাজত্বে তো বিরোধীরা আক্রান্ত হয়েই থাকেন। এখন চিকিৎসকরাও সুরক্ষিত নন?''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।