Ram Navami 2025: রামনবমীতে মুখ্যমন্ত্রীকে জোর নিশানা শুভেন্দুর ! 'ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন..'
Suevndu Attacks Mamata: রামনবমীতে কী বার্তা শুভেন্দুর ?

কলকাতা: রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা। জেলায় জেলায় মিছিল শাসক ও বিরোধীদের। কোথাও লকেটদের মিছিলকে আটকেছে পুলিশ। কোথাও মিছিলে দেখা দিয়েছে উত্তেজনা। ঠিক এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন,ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। '
এদিন শুভেন্দু অধিকারী বলেন, এই উৎসবকে নানাভাবে বানচাল করা হয়েছে। কিন্তু সনাতনীরা ধর্মপালনের ক্ষেত্রে কোনও বিধি নিষেধ মানবে না। আমরা কখনই এমন কোনও কাজ করব না, যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে। আমাদের ভজন কীর্তন, জয় শ্রীরামের স্লোগান, পুজোপাঠ, এবং নিরামিশ ভোজনগ্রহণ। এই যে পরম্পরা, হাজার হাজার বছরের পুরনো পরম্পরা। যেভাবে যুদ্ধ যুদ্ধ ভাব করা হচ্ছে, এটার কোনও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী আজকেই, যেভাবেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, রাম ছাড়াই রামনবমী। অথচ কয়েকদিন আগেই ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে। এটা করবেন না, আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর।'
আরও পড়ুন, 'SSC-র চাকরি বাতিল ইস্যু ঘোরাতেই এই চেষ্টা..' রামনবমীতে লকেটদের মিছিল আটকাল পুলিশ !
প্রসঙ্গত, ইদের দিন রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'বাম-রাম একসঙ্গে কলকাতা থেকে টিকিট কেটে গেছিল। সেখানে গিয়ে আমায় প্রশ্ন করল, তুমি কি হিন্দু ? আমি বললাম, গর্বের সঙ্গে আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান। এরা কী চায়, এরা কি ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি তা চাই না। দেশের জন্য আমার জীবন নিয়োজিত করেছি। প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব। যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন। যারা উল্টোপাল্টা কথা বলে, তাদের বলতে দিন। কিন্তু, আপনারা তাদের অমঙ্গল চাইবেন না। ঠিক সময় তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু, ওঁদের স্পর্শ করবেন না। ওদের স্পর্শ করার চেষ্টা করলে ওরা গুরুত্ব পেয়ে যাবে'
রামনবমী নিয়ে তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্য়ে যখন বাগযুদ্ধ চলছে, তখন অশান্তি রুখতে রাজ্যজুড়ে রাতপাহারার ডাক দেয় সিপিএমের ছাত্র সংগঠন SFI. তাদের হুঁশিয়ারি, 'দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে তাহলে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের দেওয়ার, সেই ট্রিটমেন্টেই কথা বলা হবে।' এদিনই একযোগে বিজেপি-সিপিএমকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, সব ব্য়াপারেই বাম-রাম এক। যত এসব করবেন, তত মহাশূন্য় থেকে আরও শূন্য়ে বিলীন হয়ে যাবেন। কার্যত একই সুরে সিপিএমকে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।






















