Ram Navami Howrah : গেরুয়া পাগড়ি,উত্তরীয়ে রামের ছবি! বিশ্বহিন্দু পরিষদের মিছিলে তৃণমূলের বিধায়ক
তৃণমূলের আয়োজিত কোনও মিছিলে নয়। উত্তর হাওড়ার বিধায়ককে দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে।

সুনীত হালদার , হাওড়া : রামনবমী ঘিরে সরগরম হাওড়া। দিকে দিকে মিছিল। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক রাজ্য, প্রশাসন। সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ। 'জয় শ্রীরাম' স্লোগান থেকে রাজনৈতিক নেতাদের তর্জন-গর্জন, এর বাইরেও দেখা গেল অন্য ছবি। মাথায় গেরুয়া পাগড়ি, গলার উত্তরীয় দিয়ে মিছিলে হাঁটলেন তৃণমূল বিধায়ক। না, তৃণমূলের আয়োজিত কোনও মিছিলে নয়। উত্তর হাওড়ার বিধায়ককে দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে।
বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তৃণমূল নেতা
দু'পাশে বিশ্ব হিন্দু পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাওড়ার সালকিয়ায় রামনবমীর মিছিলে হাঁটলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। অনেকেই তাঁকে গেরুয়া শিবিরের কেউ মনে করলে ভুল করতে পারেন। না এলাকার মানুষের ভীষণ চেনা মানুষ তিনি। কাছের মানুষও। তাই স্থানীয়রা তাঁকে চিনতে ভুল করেনি। বরং চমকে উঠেছে।
তাহলে কি গঙ্গাপাড়ের হাওড়ার রাজনীতিতে নতুন সমীকরণের তৈরি হচ্ছে ? হাওড়ার সালকিয়ায় রামনবমীর মিছিলে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীকে দেখে তেমনটাই মনে করলেন কেউ কেউ। রামনবমী উদযাপন নিয়ে বঙ্গের পথে যখন তৃণমূল-বিজেপি একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা, তখন গেরুয়া শিবিরের রামনবমীর মিছিলে হাঁটলেন তৃণমূলের বিধায়ক।
জানা গিয়েছে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক উমেশ রাইয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সালকিয়ায় বিশ্ব হিনদু পরিষদের মিছিলে যোগ দেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। তবে বিধায়ক বলছেন, তিনি নিমন্ত্রণ পত্র, ব্যানার, আয়োজকদের নাম দেখে আসেননি। এলাকার মানুষের ডাকে এসেছেন। ' বিশ্ব হিন্দু পরিষদ বলে আমি জানি না, এলাকার মানুষ আমাকে বলে গেছে। দিদি শিখিয়েছেন আমাদের দলটা যে আমাদের দলটা ধর্ম সমন্বয়ের। আমার মনে হচ্ছে এটা কোনও আমার ভুল নয়।' বলছেন বিধায়ক।
বিজেপি কী বলছে, অস্বস্তিতে তৃণমূল?
এদিকে বিজেপির বক্তব্য, এটাই তো সত্য সনাতন ধর্মের শক্তি, যেটা আজকে গৌতম চৌধুরী বুঝতে পেরেছেন। তবে এর মধ্যে বিজেপির 'পাতা ফাঁদ' দেখতে পাচ্ছেন একদা বিজেপিতে যোগ দেওয়া, ফের ঘাসফুলে ফেরা নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
ছাব্বিশের ভোটের আগে এটাও কি রাজনীতিরই কোনও চাল? যেভাবে ধর্মের দাঁড় ধরে বৈতরণী পার করতে চাইছে সব দল, তাতে এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এবার গেরুয়া শিবিরের পাশাপাশি যেভাবে তৃণমূলও রামনবমী পালন করল, তাতে এই সম্ভাবনাই জোরালো হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
