Ranaghat Bus Accident: ভয়ঙ্কর দুর্ঘটনায় বিয়ে বাড়ির বাস! দাউদাউ আগুনে পুড়ল গাড়ি, চাপা পড়ল বাইক!
Bus Accident: স্থানীয় সূত্রের খবর, তড়িঘড়ি বাস থামিয়ে যাত্রীরা নেমে পড়েন। দুর্ঘটনায় মোটরবাইক আরোহী আহত হয়েছেন।

কলকাতা: রানাঘাট থেকে চাকদাগামী বিয়ে বাড়ির বাস দুর্ঘটনার কবলে। রাতে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার পথে ভাটিগাছার কাছে দুর্ঘটনা। বাসটি একটি মোটর বাইকের পেছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর মোটরবাইকটি বাসের নিচে চলে যাওয়ায় বাসে আগুন লেগে যায়।
স্থানীয় সূত্রের খবর, তড়িঘড়ি বাস থামিয়ে যাত্রীরা নেমে পড়েন। দুর্ঘটনায় মোটরবাইক আরোহী আহত হয়েছেন। বর্তমানে মোটরবাইক আরোহী রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর সাময়িক যানজটের সৃষ্টি হলেও, পরে তা স্বাভাবিক হয়।
অন্যদিকে, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! তামিলনাড়ুর শিবগঙ্গায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১১। ঘটনায় আহত ৪০ জন। শিবগঙ্গা জেলাক তিরুপাতুর ও করাইকুড়ির মাঝে সমাথুভাপূরম এলাকায় ঘটে এই অঘটন। স্থানীয় সূত্রে খবর, করাইকুড়ির দিকে যাচ্ছিল একটি বাস। অন্যটি যাচ্ছিল কাঙ্গেয়ামের দিকে। এক মহিলা যাত্রীকে বাসে ওঠায় বাধা দিতে গিয়ে ঘটে এই অঘটন।






















