Recruitment Scam: অপরূপার প্যাডে 'বেআইনি নিয়োগ' ? মামলার অনুমতি হাইকোর্টের
HC on Aparupa on Recruitment Scam: অপরূপা পোদ্দারের প্যাডে গ্রুপ সি নিয়োগের তালিকা ধরে বেআইনি নিয়োগের অভিযোগ । অপরূপার বিরুদ্ধে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা: অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) প্যাডে গ্রুপ সি নিয়োগের (Group C Recruitment) তালিকা ধরে বেআইনি নিয়োগের অভিযোগ (Recruitment Scam)। অপরূপার বিরুদ্ধে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৬ এপ্রিল এই মামলায় শুনানির সম্ভাবনা। অভিযোগ, অপরূপার তালিকায় যাঁরা ছিলেন তাঁদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে।
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তৃণমূলে ফেরা নিয়ে 'কটাক্ষ' করতেই শোরগোল রাজনৈতিক মহলে। এক দিকে সমালোচনা সিপিএমের (CPM), অন্য দিকে পাল্টা তোপ দাগে বিজেপিও (BJP)।নিশানা করতে ছাড়েননি সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও (Mohammed Salim)।
তিনি বলেন,'কদিন আগেই দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে দাঙ্গাবাজ বলেছিলেন, সেই বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করে দিলেন। এতো প্রতিদিন চলছে। কিন্তু মজা হচ্ছে, উপরের নেতারা যখন এক দল থেকে অন্য দলে যান তখন তাঁদের মালা পরিয়ে নেওয়া হয়। আর যখন আদিবাসী, তফশিলি যান, তখন তাঁদের নাকখত দিতে হয়।' অন্য দিকে বিজেপি নেতা প্রণয় রায়ের বক্তব্য, 'অপরূপা পোদ্দারকে শুভেন্দু অধিকারীর কথা ভাবতে হবে না। উনি বরং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবুন।'
মহম্মদ সেলিমের কথায় 'বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, তৃণমূল থেকে বিজেপিতে আসছে, এ আবার কোনও খবর নাকি?' সেই প্রসঙ্গেই বাবুল সুপ্রিয় থেকে অর্জুন সিংহ, এমনকি শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইয়ের কথাও তোলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর কথায়, 'রায়গঞ্জ ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ এখন সকলেই তৃণমূলে রয়েছেন।'
সম্প্রতি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ট্যুইটারে লেখেন, ‘ পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে ফেরার চেষ্টা করবেন শুভেন্দু। তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছিলেন। পঞ্চায়েতে ভরাডুবির পর মোহভঙ্গ হলে বিজেপি ছাড়বেন। তবে দলে ফেরাবেন কি না, সেটা ক্যাপ্টেন ঠিক করবেন। তবে ক্যাপ্টেনকে অনুরোধ, দণ্ডি কেটে নয়, কান ধরে ওঠ বোস করিয়ে দলে নেবেন।’
আরও পড়ুন, প্রবল জলোচ্ছ্বাসে ফের প্লাবিত হবে কি ? বর্ষার আগেই মেরিন ড্রাইভের কাজ শুরু তাজপুরে
প্রসঙ্গত, এর আগে, গত মার্চ মাসেও নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতাকেও তীব্র আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু। সে বার নারদ-কাণ্ডে নারদকাণ্ড মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা। এর পরই পাল্টা তাঁর মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বলেছিলেন, 'পশ্চিমবঙ্গের রাজনীতির সবথেকে বড় নটবরলালের নাম শুভেন্দু অধিকারী। আজ এটা প্রমাণিত।' সেই অপরূপার ট্যুইটেই ওঠে বিতর্কের ঝড়।