Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের মুখে এবার সন্তুর নাম ! কে তিনি
''অয়ন শীল জেরায় স্বীকার করেছেন, ৪৫ কোটির মধ্যে ১৮ কোটি টাকা নিজে রেখেছিলেন। এবং বাকি ২৬ কোটি টাকা সন্তু গঙ্গোপাধ্যায়কে দিয়েছেন।''
সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam ) ধৃত তাপস মণ্ডলের ( Tapas Mondal ) মুখে এবার উঠে এল সন্তু গঙ্গোপাধ্যায়ের ( Santu Ganguly ) নাম। সন্তুকে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তলের ( Kuntal Ghosh ) শাগরেদ বলে অভিযোগ করলেন তাপস মণ্ডল।
কে সন্তু গঙ্গোপাধ্যায়?
কিন্তু, কে এই সন্তু গঙ্গোপাধ্যায়? সূত্রের দাবি, তিনি, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ED-র চার্জশিটে দাবি করা হয়েছে, বিভিন্ন এজেন্টের থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন, বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। অয়ন শীল জেরায় স্বীকার করেছেন, ৪৫ কোটির মধ্যে ১৮ কোটি টাকা নিজে রেখেছিলেন। এবং বাকি ২৬ কোটি টাকা সন্তু গঙ্গোপাধ্যায়কে দিয়েছেন।
কুন্তল কী জানালেন
সেই টাকা দেওয়া হয়েছিল কুন্তল ঘোষের নির্দেশে। সম্প্রতি, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং তৃণমূল নেতা এই সন্তু গঙ্গোপাধ্যায়ের মহেশতলার ফ্ল্যাটে তল্লাশি চালায় CBI এবার, আলিপুর আদালতে ঢোকার সময়, তাঁর নামই উঠে এল তাপস মণ্ডলের মুখে। সন্তু গঙ্গোপাধ্যায়ের চেনেন বলে জানিয়েছেন কুন্তলও।
এর আগে, কালীঘাটের কাকু কে, তাঁর আসল নাম কী? তা প্রথম শোনা যায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলেরই মুখে।
এরপর প্রথমবার প্রকাশ্য়ে এসে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রই জানান, তিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসে চাকরি করেন।
২৬ মে, পর্যন্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নিলাদ্রী দাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
সম্প্রতি ২০১৪-র টেটে নিয়োগ দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ বলে চার্জশিটে দাবি করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, শান্তনুর বাড়ি থেকে কলকাতা-সহ ১৭টি জেলার ৩৪৬ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা মিলেছে। এর মধ্যে বীরভূম থেকে ১৪৮, মুর্শিদাবাদ থেকে ৬৭, মালদা থেকে ২৬, কোচবিহার থেকে ১৮ এবং বর্ধমান থেকে ১৫ জন ছাড়াও বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের নাম রয়েছে। ইডি-র চার্জশিটে দাবি, শান্তনুর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে চাকরিপ্রার্থীদের তালিকা তৈরি করেছিলেন কুন্তল। কুন্তলের কাছ থেকে সেই তালিকা নিয়ে শান্তনুর কাছে পৌঁছে দিয়েছিলেন বীরভূমের বাসিন্দা সুখেন রানা ও মুর্শিদাবাদের বাসিন্দা সুজল আনসারি। চার্জশিটে এই ২ জনের নামও উল্লেখ করে ইডি।
----------------------
কর্নাটক বিধানসভার ফলাফল জানতে চোখ রাখুন -
ABP News LIVE
https://www.youtube.com/live/nyd-xznCpJc?feature=share
ABP Ganga LIVE
https://www.youtube.com/live/zUlYQa2v6-k?feature=share