Partha Chatterjee : জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে জেরা করল CBI
Recruitment Scam : সূত্রের খবর, সেলের মধ্যে এক কোণায় ছোট্ট টয়লেট থাকলেও স্নান করার ক্ষেত্রে সকল বন্দিদের জন্য কমন শৌচাগারই ব্যবহার করতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
কলকাতা : একটা সময় ছিল দুর্গাপুজোর (Durga Puja) মুখে এই সময়টা পাড়াই ছিল তাঁর ধ্য়ানজ্ঞান, নাকতলার পুজো পরিচিতই পার্থ চট্টোপাধ্য়ায়ের পুজো নামে। কিন্তু গতবারের পর এবছরও পুজো জেলেই কাটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এরই মাঝে শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় এবার জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) জেরা করল CBI।
নিয়োগ দুর্নীকাণ্ডে (Recruitment Scam) প্রায় ১ বছর ৩ মাস জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে CBI। সকাল সাড়ে ১০ টা থেকে দেড়টা, তিন ঘণ্টা পার্থ চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা।
৩ দিন আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলে গিয়ে জেরার আবেদন করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে আলিপুর আদালত। এরপরই, এদিন প্রেসিডেন্সে জেলে যায় সিবিআইয়ের দল। CBI সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য় উঠে এসেছে। তারই সূত্র ধরে, এদিন জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে।
২০২২ সালের ২৩ জুলাই ১৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ED। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে মেলে গুপ্তধনের খোঁজ। ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ২০ লক্ষ টাকা। বেলঘরিয়ার ফ্ল্য়াট থেকে পাওয়া যায় ৩০ কোটি নগদ ও কয়েক কোটি টাকার গয়না।
হদিশ মেলে পার্থ ও অর্পিতার নামে একাধিক ফ্ল্য়াট, বাংলো, বাগানবাড়ির। এখানেই শেষ নয়। তদন্তে উঠে আসে একের পর এক চোখ কপালে তোলা তথ্য। হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে তারা। ওই সমস্ত কোম্পানি খুলেছিলেন ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে সংস্থার মাধ্যমে চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়।
সেই থেকে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। হাইপ্রোফাইল বন্দি হিসেবে জেলে বাড়তি কোনও সুবিধা পান না প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে জেলবন্দি থাকাকালীন হাতে আংটি পরা নিয়ে বিতর্কে জড়ান পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেলের মধ্যে এক কোণায় ছোট্ট টয়লেট থাকলেও স্নান করার ক্ষেত্রে সকল বন্দিদের জন্য কমন শৌচাগারই ব্যবহার করতে হয় তাঁকে। জেলে ২৪ ঘণ্টার জন্য সহায়ক চেয়ে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সেই আবেদনও নাকচ হয়ে যায়। পার্থ চট্টোপাধ্য়ায়ের স্বাস্থ্য় পরীক্ষার পর, চিকিৎসকরা জানিয়ে দেন, শুধুমাত্র ব্য়ায়ামের সময় সহায়ক দেওয়া যেতে পারে। ১৭ অক্টোবর হাইকোর্টে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদনের শুনানি রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন