Partha Chatterjee: পার্থর প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, কী কী রয়েছে সেই তালিকায়?
ED on Recruitment Scam: কলকাতার পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমি, হাওড়ার বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হল।
প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের উত্তর ২৪ পরগনার খড়দায় আড়াই কোটি টাকা মূল্যের জমিও বাজেয়াপ্ত করল ইডি।
ইডির বাজেয়াপ্ত তালিকায় কী কী আছে?
কলকাতার পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমি, হাওড়ার বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হল। এছাড়াও একটি সংস্থার নামে রাখা ২ কোটি টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারীদের। এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে একাধিক সংস্থার নাম উল্লেখ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, নতুন আরও ৪টি সংস্থার হদিশ মিলেছে। এই সংস্থাগুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হত, এমনটাই দাবি।
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে SSKM হাসপাতালকে চিঠি পাঠাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, চিঠিতে উল্লেখ, মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ, তাঁর পা ফুলেছে এবং পরীক্ষা করে জানানো হোক প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে কি না, SSKM-কে চিঠিতে জানাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন, বর্ষা আসার আগেই ইলিশ ঢুকবে বাজারে? এবারে জলের দরে বিকোবে রুপোলি শস্য?
অন্যদিকে, আগে আলিপুরের বিশেষ আদালতে CBI দাবি করেছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতেই হত চাকরি বিক্রির এজেন্ট-মিট! সেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংদের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হত তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। SSC-র কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট, সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে, সেই তালিকা তৈরি হত পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। এরই মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আরও প্রায় ৩৫ জন এজেন্টের সন্ধান মিলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে