North 24 Parganas News: চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'
Recruitment Scam: গোবরডাঙার লক্ষ্মীপুর স্বামীজি সেবাসঙ্ঘের গ্রুপ সি কর্মী রাজীব চৌধুরী। বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী জয়দীপ চৌধুরী।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'। গ্রুপ সি, গ্রুপ ডি-তে চাকরি গেল সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়ের'। অশোকনগরে সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়' রাজীব চৌধুরী, জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুত ২জনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের আত্মীয়, দাবি স্থানীয়দের। গোবরডাঙার লক্ষ্মীপুর স্বামীজি সেবাসঙ্ঘের গ্রুপ সি কর্মী রাজীব চৌধুরী। বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুতদের তালিকায় ৪৯৮ নম্বরে নাম রাজীব চৌধুরীর।
চাকরিচ্যুত 'জেলবন্দি'র আত্মীয়: নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরই গ্রেফতার হয়েছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। আর এবার চাকরিচ্যুতদের তালিকায় তাঁরই আত্মীয়রা। অশোকনগরের বাসিন্দা সুবীরেশের ভাগ্নের দুই ছেলে রয়েছে চাকরিচ্যুতদের তালিকায়। গ্রুপ সি পদে চাকরি হারিয়েছে এক ছেলে রাজীব চৌধুরী, আরেক ছেলে জয়দীপ চৌধুরীর চাকরি হারিয়েছে। যদিও চাকরি হারানো নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিবারের সদস্যরা। যদিও স্থানীয়দের দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আত্মীয়।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে, ইতিমধ্যেই চাকরি গেছে বহু অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। সম্প্রতি যে তালিকায় যোগ হয়েছে, এসএসসির গ্রুপ সি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে ৮৪২ জনের। এর আগে তাঁর নির্দেশেই, চাকরি গেছে ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর। নবম-দশমে চাকরি গেছে ৭৭৫ জনের। গত বছরের মে-জুন মাসে, গ্রুপ ডি-র ৬০৯ এবং গ্রুপ সি-র ৩৮১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে অযোগ্যদের চাকরি যাওয়ার বিরুদ্ধে সওয়াল করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগে তিনি বলেন, “কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই হয়েছে কিছু রাজনৈতিক লোক।’’
সাপ্লিমেন্টারি চার্জশিট জমা: এদিকে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। গ্রুপ সি মামলায় সুবীরেশকে ১৭ ডিসেম্বর নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এই মামলায় পঞ্চমীর দিন ১৫জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল।
আরও পড়ুন: Primary Teacher Recruitment: কবে থেকে প্রাথমিকে নিয়োগ? কী জানালেন শিক্ষামন্ত্রী?