SSC Scam: ভাতা-শুনানির আগে আজ ফের রাজপথে চাকরিহারারা, যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক
Recruitment Scam: নতুন করে পরীক্ষায় বসতে নারাজ, আজ বিকাশ ভবন অভিযানের ডাক ২০১৬-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের।

কলকাতা: ভাতা-শুনানির আগে আজ ফের রাজপথে চাকরিহারারা । আজ বিকাশ ভবন অভিযানের ডাক ২০১৬-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অভিযান যোগ্যদের স্কুলে ফেরানোর দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান । নতুন করে পরীক্ষায় বসতেও নারাজ গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারারা। রাজ্য সরকারকেই যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে বলে দাবি চাকরিহারাদের।
আরও পড়ুন, বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, 'সত্যিই হৃদয়বিদারক..'
চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। প্রশাসনের আপত্তি সত্ত্বেও অভিযানের সিদ্ধান্তে অনড় গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারারা। পুলিশ বাধা দিলেও অভিযান এগোবে, হুঁশিয়ারি চাকরিহারাদের। SSC-র নিয়োগ-বিধির পরে শিক্ষাকর্মীদের ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ। চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের রাজ্যের আর্থিক সাহায্যের ঘোষণা। রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪টি মামলা দায়ের। প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের, ৯ জুন শুনানির সম্ভাবনা।
২০১৬-র সঙ্গে ২০২৫-এর বিধিতে একাধিক পরিবর্তন। শিক্ষাগত যোগ্যতার নম্বর ৩৫ থেকে কমে ১০। পড়ানোর অভিজ্ঞতায় বরাদ্দ ১০ নম্বর। ২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিযোগের বিজ্ঞপ্তি নিয়েও জটিলতা। ২০২৫-এর বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। ৫ জুন শুনানির সম্ভাবনা। দুর্নীতি করে চাকরি কেনা-বেচার জেরে যোগ্যদের জীবন অন্ধকার! এই আবহেই পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে SSC। এবার তা নিয়েও মামলা! পরীক্ষা ঘিরে ফের জট! এরইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারা গ্রুপ C ও গ্রুপ D-র শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার রাজ্য় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। SSC-র পরীক্ষার নতুন বিধির বিরুদ্ধে মামলা করেছে ২০১৬ সালের SSC-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ।
মামলাকারীদের অভিযোগ, নতুন নিয়োগ বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি ২০১৬ সালের মতোই রাখতে হবে। তাঁদের প্রশ্ন, ২০১৬ সালের বিধি কেন ২০২৫ সালে পরিবর্তন করা হবে? বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, মামলা দায়ের করার অনুমতি দেন। সুপ্রিম কোর্টের নির্দেশমতো, ৩০ তারিখ নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন বিধি অনুযায়ী, এবার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগে যা ছিল ৫৫ নম্বরের।
নতুন পদ্ধতিতে অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্য়তার জন্য আগে আবেদনকারীরা পেতেন ৩৫, এখন পাবেন ১০। পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতা ১০ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০. সিপিএম নেতা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, মামলা হবে এটা ছিল অবধারিত। একটা দুর্নীতি আড়াল করার জন্য আর একটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে, নতুন বিধি ও বিজ্ঞাপনে। রাজ্য সককারের ন্যূনতা সদিচ্ছা নেই। দুর্নীতিতে এদের জন্ম। দুর্নীতিতেই এরা লালিত।






















