Dengue: ডেঙ্গি প্রতিরোধে খড়গপুর পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পুলিশ আবাসনের বাসিন্দাদের
Pashchim Medinipur: বিভিন্ন জায়গায় জল জমে থাকায় ডেঙ্গি সংক্রমণ নিয়ে বেড়েই চলেছে উদ্বেগ। পুরসভাকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ পুলিশ আবাসনের বাসিন্দাদের।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: রাজ্যে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গি (Dengue) সংক্রমণ। আর এবার ডেঙ্গি প্রতিরোধ নিয়ে খড়গপুর (Kharagpur) পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। অভিযোগ তুললেন পুলিশ আবাসনের বাসিন্দারা। ঠিক কী কী অভিযোগ?
ডেঙ্গি প্রতিরোধে খড়গপুর পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
ডেঙ্গি প্রতিরোধ নিয়ে খড়গপুর পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন পুলিশ আবাসনের বাসিন্দারা। অভিযোগ উঠেছে ২৩ নম্বর ওয়ার্ডে খড়গপুর লোকাল থানার পুলিশ আবাসনে প্রায় ৩ থেকে ৪ বছর ধরে নিকাশি ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। বিভিন্ন জায়গায় জল জমে থাকায় ডেঙ্গি সংক্রমণ নিয়ে বেড়েই চলেছে উদ্বেগ। পুরসভাকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ পুলিশ আবাসনের বাসিন্দাদের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রশাসনের লোকজন। কটাক্ষ করেছে বিজেপি। যদিও অভিযোগ পেয়েও কাজ না করার কথা অস্বীকার করেছে পুর কর্তৃপক্ষ।
ডেঙ্গি পরিস্থিতি ও প্রতিবাদ
২০২০ সালের শুরু থেকে ঘুম কেড়েছিল করোনা মহামারী। এবার ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি। আর বারবার ডেঙ্গি প্রতিরোধে সরকারের গাফিলতির অভিযোগ তুলে চলেছেন বিরোধীরা। চলেছে বিক্ষোভ কর্মসূচি। সেই উত্তাপ ছড়িয়েছে বিধানসভা থেকে রাজপথ পর্যন্ত। গতকালই বিধানসভায় বিক্ষোভ দেখানোর পর, বাইরে বেরিয়ে বাসে বাসে মশারি বিলি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) -সহ অপর বিজেপি বিধায়করা।
আরও পড়ুন: Entally murder update: এন্টালিতে তরুণীকে গলা কেটে নৃশংস খুন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার বিহারের ২
গত কয়েক সপ্তাহ ধরেই ডেঙ্গি ইস্যুতে রাজ্যের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে পথে নামছে বিরোধীরা। একদিকে প্রতিবাদ করছে কংগ্রেস, অন্যদিকে মিছিল করছে বিজেপি। দিন কয়েক আগেই, রাজ্য সরকারের বিরুদ্ধে ডেঙ্গি-রোধে ব্যর্থতার অভিযোগ তুলে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে কড়েয়া থেকে মিছিল করে কংগ্রেস।