Dengue Death: ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ পূর্ব পুটিয়ারিতে
Residents Started Agitation:ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। জীবাণুবাহী মশাদমনে পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিক্ষোভের কথা অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের।
ঝিলম করঞ্জাই, কলকাতা: ফের শহরে ডেঙ্গি (dengue) আক্রান্তের মৃত্যু (death)। মৃত সায়ন ঘোষ চৌধুরী কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা। জীবাণুবাহী মশাদমনে(mosquito disinfection) পুরসভার (KMC) বিরুদ্ধে গাফিলতির (irresponsible) অভিযোগ তুলে বিক্ষোভ (agitation) দেখালেন স্থানীয়রা (residents)। বিক্ষোভের কথা অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের।
কী ঘটেছিল?
পরিবার সূত্রে খবর, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন বছর চব্বিশের সায়ন। অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া তাঁকে। কিন্তু সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তরুণকে। পরে, ওইদিনই বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন যুবক। গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে গেলে পুরসভার কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এলাকার বহু মানুষের পুজোর আগে থেকে ডেঙ্গি হচ্ছে। আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে। এক ঘটনার পুনরাবৃত্তির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। স্থানীয়দের বক্তব্য, আক্রান্তদের সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। তরতাজা প্রাণের অকালমৃত্যুতে সেই ক্ষোভ সীমা ছাড়িয়েছে। এদিন পুরকর্মীরা এলে মশাদমনের সমস্ত কাজকর্ম করতে দাবি জানান স্থানীয়রা। তবে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'পুরসভা প্রাণপণ চেষ্টা করছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করছেন। ফিভার ক্লিনিকগুলি রাত-দিন খোলা। কিন্তু মানুষ দায়িত্ব না নিলে পুরসভাকে দায়ী করে কিছু হবে না।' সচেতনতা বাড়ানোয় জোর দিয়েছেন তিনি।
ডেঙ্গির বলি...
কালীপুজোর আগে ডেঙ্গি পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮০ জন। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছুঁইছুঁই। সবথেকে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার। ওই জেলায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৭ জন। এরপর রয়েছে হুগলি। সেখানে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৭৬। কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন। তারপর রয়েছে হাওড়া। সেখানে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। দুর্গা পুজোর সময় ভয়ঙ্কর চেহারা নিয়েছিল ডেঙ্গি।দুর্গা পুজো শেষ, কিন্তু ডেঙ্গির আতঙ্কের শেষ কবে? সরকারি, বেসরকারি হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন:দীপাবলির আগেই প্রধানমন্ত্রীর থেকে ৭৫ হাজার জন পেল চাকরির অফার লেটার, সঙ্গে বড় ঘোষণা