Post Poll Violence: 'পলাতকদের ধরতে পারলেই ৫০ হাজার টাকা পুরস্কার', হুলিয়া জারি সিবিআই-এর
পাশাপাশি জগদ্দলে খুনের ঘটনায় ৩ পলাতকের বিরুদ্ধেই হুলিয়া জারি করেছে সিবিআই। ওই পলাতকদের ধরতে পারলে মাথা পিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা হয়েছে।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হুলিয়া জারি। পলাতকদের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। দত্তপুকুরে খুনের ঘটনায় ৬ পলাতকের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। পাশাপাশি জগদ্দলে খুনের ঘটনায় ৩ পলাতকের বিরুদ্ধেই হুলিয়া জারি করেছে সিবিআই। ওই পলাতকদের ধরতে পারলে মাথা পিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা হয়েছে।
নির্বাচন মিটে গিয়েছে ঢের আগেই । কিন্তু ভোট পরবর্তী হিংসার অভিযোগ (Post Poll Violence Allegation) নিয়ে টানাপড়েন চলছেই। তথ্য-প্রমাণের অভিযোগে খুন, ধর্ষণ এবং শ্লীলতাহানির ২১টি মামলা তুলে নেওয়া হয়েছে বলে এক দিন আগেই হাই কোর্টে (Calcutta High Court) উঠে এসেছিল। কিন্তু রাত গড়াতেই একেবারে অন্য অবস্থান। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) দাবি, কোনও মামলা তুলে নেওয়া বা ফিরিয়ে দেওয়া হয়নি।
ভোট পরবর্তী হিংসা মামলার রিপোর্টে খুন, ধর্ষণ এবং শ্লীলতাহানির একাধিক অভিযোগ তুলে ধরেছিল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission of India/NHRC)। কিন্তু তদন্তে নেমে এর মধ্যে ২১টি অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ মেলেনি বলে সম্প্রতি সিবিআই সূত্রে খবর আসে। সোমবার কলকাতা হাই কোর্টে সিবিআই আইনজীবী বিষয়টি তুলে ধরেন এবং ওই ২১টি মামলা বিশেষ তদন্তকারী দলের (SIT) হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন বলে জানা যায়।
সেই নিয়ে শোরগোল পড়তেই মঙ্গলবার সিবিআই-এর তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কোনও মামলা ফেরানো বা তুলে নেওয়া হয়নি। এ দিন সিবিআই জানায়, হাই কোর্টের নির্দেশে খুন, ধর্ষণ এবং শ্লীলতাহানির তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর বাইরে মারপিট এবং ছোটখাটো ঝামেলার মামলা রয়েছে একাধিক। সেগুলির তদন্তভারই সিটকে দেওয়া হয়েছে। তথ্য-প্রমাণের অভাবে ধর্ষণ, শ্লীলতাহানি এবং খুনের মামলা ফিরিয়ে দেওয়ার খবর একেবারে অসত্য বলে জানিয়েছে সিবিআই।
আরও পড়ুন: Siliguri News: তৃণমূলে যোগ দিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য রবিন রাই