Siliguri News: তৃণমূলে যোগ দিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য রবিন রাই
গতকাল শিলিগুড়িতে আইনমন্ত্রী মলয় ঘটক ও INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তরাই-ডুয়ার্সের চা বাগানের ওই CITU নেতা।
সনৎ ঝাঁ, শিলিগুড়ি: তৃণমূলে যোগ দিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও CITU নেতা রবিন রাই। গতকাল শিলিগুড়িতে আইনমন্ত্রী মলয় ঘটক ও INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তরাই-ডুয়ার্সের চা বাগানের ওই CITU নেতা। যদিও সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর দাবি, আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত কমিশনের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারায়, রবিন রাইকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এক সপ্তাহের মধ্যে খড়গপুরে বিজেপিতে ভাঙনের ছবি প্রকাশ্যে আসে। দিলীপ ঘোষ শহরে থাকাকালীনই এবার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি খড়গপুর শহরে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
বিজেপিত্যাগী নেতার দাবি, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষের মধ্যে তালমিল না থাকায়, নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গোষ্ঠীকোন্দলের জেরেই বিজেপি ত্যাগ, দাবি তৃণমূলে যোগদানকারী নেতার। দিলীপ ঘোষ খড়গপুর এলেই বিজেপি ফাঁকা হয়ে যাবে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে লাভ নেই, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে ১৯ জানুয়ারি, খড়গপুরে তৃণমূলে যোগ দেন বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন কর্মী, সমর্থক।
এদিন, নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুরের ওয়ালিপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে পিকনিক করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । ধরলেন মাছ!!
পিকনিকের ফাঁকে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সেখানেই, শান্তনু ঠাকুরদের পিকনিক করা নিয়ে পাশে দাঁড়ান দিলীপ ঘোষ। তিনি বলেন , ' জানি না কে বিদ্রোহী কে কী। সবাই পার্টির লোক পার্টিতেই আছেন। একসঙ্গে যে কেউ পিকনিক করতে পারে। আমরা শীতের সময় সব জায়গায় কার্যকর্তাদের নিয়ে পিকনিক করি। কে কীভাবে দেখছেন জানি না। কার্যকর্তারা এক জায়গায় মিলিত হয়ে পিকনিক করলে সেখানে কিছু দোষ দেখি না আমি।'