RG Kar Case : RG করে হাউস স্টাফ নিয়োগে উড়ত টাকা? কোন ৪ অ্যাকাউন্ট উঠত ফুলেফেঁপে? আদালতে বড় দাবি সিবিআইয়ের
আলিপুর আদালতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, সন্দীপ ঘোষের আমলে আর জি কর-এ হাউস স্টাফ নিয়োগের পিছনে চলত 'টাকার খেলা'।
প্রকাশ সিন্হা, ব্রতদীপ ভট্টাচার্য ও সমীরণ পাল, কলকাতা : আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তে নেমে একাধিক বেআইনি লেনদেনের তথ্য-প্রমাণ হাতে এসেছে। সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক-নেতা আশিস পাণ্ডেকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করল CBI। প্রমাণ হিসাবে ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও জমা দেওয়া হয়েছে আদালতে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর। এই অ্যাকাউন্টগুলি কার? কে কে এই বেআইনি টাকা লুটেপুটে খেত ? পাশাপাশি, আর্থিক অনিয়ম মামলায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ ও তাঁর দুই ঘনিষ্ঠকে জেলে গিয়ে জেরার অনুমতি পায় ED ।
একদিকে 'হুমকি-হুঁশিয়ারি' থেকে 'তোলাবাজি', অন্যদিকে 'টাকার বিনিময়ে আর জি কর মেডিক্যালে হাউস স্টাফ নিয়োগ', সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতাতেই কি আর জি কর মেডিক্যালকে দুর্নীতির আঁতুড়ঘর করে তুলেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক-নেতা আশিস পাণ্ডে? সোমবার তাঁকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করে একাধিক চাঞ্চল্যকর দাবি করে CBI। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, আর্থিক অনিয়মের তদন্তে নেমে ইতিমধ্যেই বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য ও নথি হাতে এসেছে CBI-আধিকারিকদের।
আর সেই তথ্য-প্রমাণের ভিত্তিতে সোমবার আলিপুর আদালতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, সন্দীপ ঘোষের আমলে আর জি কর-এ হাউস স্টাফ নিয়োগের পিছনে চলত 'টাকার খেলা'। CBI সূত্রে দাবি, হাউস স্টাফ নিয়োগের বিষয়টি দেখতেন আশিস পাণ্ডে। গোটা বিষয়টাই হতো সন্দীপ ঘোষের মদতে।
মূলত ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্য়মে চলত এই সমস্ত বেআইনি আর্থিক লেনদেন। সব দিক খতিয়ে দেখে আর জি কর মেডিক্য়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি ও চিকিৎসক আশিস পাণ্ডের ১১দিনের CBI হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সন্দীপ ঘোষ। CBI-এর পর, এবার জেলে গিয়ে তাঁকে জেরা করতে চায় ED। পাশাপাশি সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী ধৃত বিপ্লব সিংহকেও জেরা করতে চেয়ে আবেদন জানাল তারা।
ED-র আবেদনের ভিত্তিতে, ৮, ৯, ১০, ১৪ অক্টোবর, সকাল ১০ থেকে বিকেল ৫টার মধ্যে প্রেসিডেন্সি জেলে গিয়ে ২ ঘনিষ্ঠ-সহ সন্দীপ ঘোষকে জেরার অনুমতি দিয়েছে আলিপুরের বিশেষ আদালত।
আরও পড়ুন :
আজই বোধন বেলুড় মঠে, জেনে নিন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর দিনক্ষণ