(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News: জুনিয়র ডাক্তারদের ৩ শর্তের পাল্টা ইমেল রাজ্য সরকারের, কোন পথে বৈঠকের ভবিষ্যৎ ?
Junior Doctors Protest: রাজ্যের তরফে জবাব এসেছে। এরপর বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা।
সন্দীপ সরকার, কলকাতা : জুনিয়র ডাক্তারদের ৩ শর্তের পাল্টা ইমেল রাজ্য সরকারের। ইমেলে উল্লেখ নেই কার্যবিবরণী লিখতে ডাক্তারদের তরফে নিয়ে যাওয়া প্রতিনিধির। বৈঠকের কার্যবিবরণীতে থাকবে ২ পক্ষের সই, ইমেলে জানিয়ে দিলেন মুখ্যসচিব।
মুখ্যসচিবের তরফে জবাবি চিঠি চলে এসেছে জুনিয়র ডাক্তারদের কাছে। চিঠিতে দেখা যাচ্ছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব মেনে নিয়ে আজকের এই বৈঠক হচ্ছে। সেই বৈঠকে তাঁদের দাবি মেনে নিতে রাজ্য সরকারের কোনও সমস্যা নেই। উল্লেখ করা হয়েছে যে, মিনিটস তৈরি করা হবে দুই তরফে। তার ভিত্তিতে বৈঠক হবে। প্রথম যে দাবি ছিল অর্থাৎ ভিডিওগ্রাফির দাবি মানা হয়নি। দ্বিতীয় যে প্রস্তাব দেওয়া হয়েছিল অর্থাৎ, তৃতীয় কোনও পক্ষকে দিয়ে ভিডিওগ্রাফি সেই প্রস্তাবও মেনে নেওয়া হয়নি। তৃতীয় দাবি অর্থাৎ মিটিংয়ের মিনিটস শেয়ার করা হবে। সেই ভিত্তিতে আলোচনা হচ্ছে। রাজ্যের তরফে সেই জবাব এসেছে। এরপর বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা।
দীর্ঘ টালবাহানার পর গত পরশুও ভেস্তে গিয়েছিল মুখ্যমন্ত্রী-জুনিয়র চিকিৎসকদের বৈঠক। শেষমেশ তাঁরা যখন লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য এগিয়ে যান, সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আর বৈঠক সম্ভব নয় বলে তাঁদের জানিয়ে দেন, এমনই দাবি জুনিয়র চিকিৎসকদের। এই পরিস্থিতিতে একরাশ ক্ষোভ নিয়ে ধর্নাস্থলে ফিরে ক্ষোভ উগরে দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। এই পরিস্থিতিতে আজ ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠান মুখ্যসচিব।
৩ শর্তে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে যেতে রাজি হন জুনিয়র চিকিৎসকরা । কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাওয়ার ইচ্ছেপ্রকাশ জুনিয়র ডাক্তারদের। 'সন্দীপ-অভিজিতের গ্রেফতারির পরে বৈঠকের স্বচ্ছতা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ', সরকারকে ৩ শর্ত দিয়ে কালীঘাটের বৈঠকে যোগদানের ইচ্ছেপ্রকাশ জুনিয়র ডাক্তারদের। শর্ত ১: ২ তরফেই কালীঘাটের বৈঠকের ভিডিওগ্রাফি করা হোক । আপনাদের তরফে সম্ভব না হলে দ্বিতীয় শর্ত । শর্ত ২: ২ তরফে না হলে বৈঠকের পরেই ভিডিও ফাইল দিতে হবে। আপনাদের তরফে সম্ভব না হলে তৃতীয় শর্ত। শর্ত ৩: ভিডিও ফাইল দেওয়া সম্ভব না হলে বৈঠকের কার্যবিবরণীতে দু'পক্ষের সই। ডাক্তারদের পক্ষ থেকেও বৈঠকের কার্যবিবরণী লেখার জন্য কাউকে নিয়ে যাওয়া হবে। ৫ দফা দাবি পূরণের জন্য এই শর্ত মানার জন্য মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। শর্তে রাজি না হলে দ্রুত ইমেল করে জানান বলে লেখেন আন্দোলনকারীরা। 'আপনাদের পক্ষ থেকে ইতিবাচক জবাবের জন্য অপেক্ষায় রইলাম।'