RG Kar Case: কতদূর এগোল তদন্ত? RG Kar কাণ্ডে জবাব চেয়ে CGO কমপ্লেক্স অভিযান ডাক্তারদের
RG Kar Case Doctors Protest CGO Complex Abhijan: বুধবার রাত জেগে প্রতিবাদের ডাক চিকিৎসকদের। শিক্ষক দিবসে 'থ্রেট কালচারে'র বিরুদ্ধে শপথ পাঠ..
কলকাতা: কতদূর এগোল তদন্ত? কবে মিলবে বিচার? আর জি কর কাণ্ডে জবাব চেয়ে সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তারদের যৌথ সংগঠনের।আগামী মঙ্গলবার ডাক্তারদের লালবাজার অভিযান। বুধবার রাত জেগে প্রতিবাদের ডাক চিকিৎসকদের। শিক্ষক দিবসে 'থ্রেট কালচারে'র বিরুদ্ধে শপথ পাঠ।
চিকিৎসক খুনের পর বড়সড় প্রশ্নের মুখে পড়েছে আরজি করের নিরাপত্তা। কোপ পড়েছে ২ চুক্তিভিত্তিক রক্ষীর ওপর। হাসপাতাল সূত্রে খবর, চেস্ট মেডিসিন বিভাগের চারতলায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই দুই অস্থায়ী কর্মী। ২ চুক্তিভিত্তিক রক্ষীকে সাসপেন্ড করার পাশাপাশি ওই বিভাগের বাকি জায়গাগুলিতে CC ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অন্য বিভাগ থেকেও CC ক্যামেরা বসানোর আবেদন এসেছে।
খাস মেডিক্য়াল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের পর টনক নড়েছে পুলিশের। শনিবারের পর রবিবারও পুলিশে পুলিশে ছয়লাপ RG কর হাসপাতাল চত্বর। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ ও র্যাফ। ইমার্জেন্সি বিভাগের সামনে গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। যেখানে বলা হয়েছে - মহিলাদের সঙ্গে অপরাধ সংগঠিত হতে পারে এরকম এলাকা চিহ্নিত করতে হবে।
আর জি কর-কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নারী নিরাপত্তা নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ডোরিনা ক্রসিং-এ লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি। অন্যদিকে, নিহত চিকিৎসকের বাড়িতে গেলেন অধীর-বিকাশরা। পাল্টা জবাব দিয়েছে রাজ্যর শাসক দল। সোশাল মিডিয়া পোস্টে প্রশ্ন তুলেছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে। আর জি কর-কাণ্ডে প্রতিবাদের ঢেউ রাজ্য়ের গণ্ডি ছাড়িয়েছে। দিকে দিকে উঠেছে চিকিৎসক ধর্ষণ-খুনের ন্যায় বিচারের দাবি। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
আর জি কর-কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই এদিন নারী নিরাপত্তা নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আজ মহিলাদের উপর অত্যাচার, শিশু সুরক্ষা সমাজের গভীর চিন্তার বিষয় হয়ে উঠেছে। মহিলাদের সুরক্ষার জন্য দেশে অনেক কঠোর আইন তৈরি হয়েছে। ২০১৯ সালে সরকার ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরির পরিকল্পনা করেছিল, সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ সাক্ষীদের রাখার ব্যবস্থা আছে। মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত রায় দেওয়া হবে, তত বেশি মানুষ ভরসা পাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।