RG কর নিয়ে পোস্টের জের, ২ চিকিৎসককে তলব, এবিপি আনন্দের মাধ্যমে কী বার্তা কুণাল-সুবর্ণর?
Kolkata Police Summoned Doctors : আর জি করকাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব চিকিৎসক কুণাল সরকার। অন্যদিকে ডা. সুবর্ণ গোস্বামীকেও তলব করেছে পুলিশ।
পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, ঝিলম করঞ্জাই, কলকাতা : আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এরই মধ্যে এবার দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়েছে। আর জি করকাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব চিকিৎসক কুণাল সরকার। অন্যদিকে ডা. সুবর্ণ গোস্বামীকেও তলব করেছে পুলিশ।
আরও পড়ুন, 'হয়রানি করা হলে দেশজুড়ে তীব্র হবে আন্দোলন', ডাক্তারদের তলবে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠছে চিকিৎসকমহল
কী জানাচ্ছেন চিকিৎসক কুণাল সরকার?
চিকিৎসক কুণাল সরকার গত ১৪ অগাস্ট আরজি করের ঘটনা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। আর তারপরেই তাঁকে তলব করে কলকাতা পুলিশ। কুণাল সরকার শহরের বাইরে থেকেই এবিপি আনন্দকে দিলেন প্রতিক্রিয়া। বললেন, ' তিন-চার জনকে ব্য়তিব্য়স্ত করে, তিন-চার জনকে কান মুলে দিয়ে, তিন-চার জনকে রক্তচক্ষু দেখিয়ে আজকে এই সমস্য়ার সমাধান হবে। আমার মনে হয় আমাদের চিন্তাভাবনার মধ্য়ে কোথাও একটা মৌলিক গলদ হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ আমাদের থেকে অনেক বেশি প্রাজ্ঞ এবং অভিজ্ঞ। কিন্তু, তাদের কাজের মধ্য়ে দিয়ে আজকে সমাজের মধ্য়ে যে ক্ষতচিহ্নগুলো হয়েছে, সেই ক্ষতচিহ্নগুলোর মধ্য়ে একটা প্রলেপ দেওয়ার সময় এসেছে।
কী পদক্ষেপ করছেন ডা. সুবর্ণ গোস্বামী?
ডা. সুবর্ণ গোস্বামী জানাচ্ছেন, তিনি তাঁদের সংগঠনগুলিকে জানাবেন। 'সাংগঠনিকভাবেও আলোচনা হবে এবং যেখানে যা আমি মন্তব্য় করেছি সংগঠনের সার্বিক মতামতকেই তুলে ধরেছি। ফলে সংগঠনকে জানাব আর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব। তারপর সেই মতো পুলিশকে জানাব।'
এই খবর সামনে আসার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রবিবার দুপুর ৩টেয় দুই চিকিৎসককে লালবাজারে তলব করা হয়েছিল। চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী দু'জনেই এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন। কলকাতায় ফিরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দুজনেই।
আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার