RG Kar Case Verdict: নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যর নির্দেশ, 'টাকা নয়, মেয়ের খুনের বিচার চাই', আর্জি মা-বাবার
RG Kar Case: রাজ্য সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের।

কলকাতা: মেয়ের ধর্ষণ-খুনের বিচারে মৃত্যুর দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন আর জি কর-এ নিহত চিকিৎসকের মা-বাবা। মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ পরিবারের লক্ষ্য একটাই ছিল- 'দোষীদের যেন শাস্তি হয়'। এদিন আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। রাজ্য সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালতের।
আদালতের এই রায় শোনার পরই নিহত চিকিৎসকের পরিবারের তরফে বলা হয়, 'আমরা ক্ষতিপূরণ চাইনি। আমরা মেয়ের খুন বিচার চাই। এই টাকা নিয়ে কী করব'। এর উত্তরে বিচারক বলেন, 'আমি জানি আপনারা ক্ষতিপূরণ চাইছেন না। কিন্তু আইনে যা বলা হয়েছে সেই মতো এই ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই টাকা নিয়ে আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার। যেহেতু সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হয়েছে। তাই আইন অনুযায়ী রায় দেওয়া হয়েছে।'
প্রথম দিন থেকেই মেয়ের ধর্ষণ-খুনের ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছিল নিহত চিকিৎসকের মা-বাবা। এ দিনের রায় শুনে বিচারককে নির্যাতিতার পরিবারের তরফে বলা হয়, 'আমরা কোনও আর্থিক সাহায্য চাইনি'।
আরও পড়ুন, মৃত্যুদণ্ড নয়, আর জি কর-কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের
প্রসঙ্গত, রায় ঘোষণার আগে এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে তিলোত্তমার মা ও বাবা বলেছিলেন, 'পুলিশ যা করেছে, তা যেন আর কোনও সন্তানহারা পরিবারের সঙ্গে না হয়। সিবিআইয়ের ওপরও আমাদের কোনও ভরসা নেই, তবে সুবিচারের দাবিতে লড়াই চলবে।'
এদিকে সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি চেয়ে এদিন কোর্টে সওয়াল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে বলা হয়, 'কর্মস্থলেই সেবার কাজে ব্রতী চিকিৎসককে ধর্ষণ-খুন, বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে বিচারব্যবস্থার প্রতি সমাজের আস্থা থাকে'।
‘বিরলের মধ্যে বিরলতম’ অপরাধ নয় জানিয়ে মৃৃত্যুদণ্ডের আর্জি খারিজ করে দেন বিচারক অনির্বাণ দাস। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিল শিয়ালদা আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
